শেয়ারবাজার :::: অন্যদিকে দীর্ঘদিন ধরেই জনবল সংকটে ভুগছে এসইসি। বর্তমানে এসইসিতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীর সর্বমোট সংখ্যা ১১৫। এর মধ্যে কর্মকর্তা ৪৭ জন। দুই-তিন বছরে শেয়ারবাজারের যে বিস্তৃতি ঘটেছে, তাতে এই জনবল কাঠামো দিয়ে বাজার নিয়ন্ত্রণ কঠিন। কমিশনের ১২টি বিভাগ তত্ত্বাবধায়নের জন্য বর্তমানে কাগজে-কলমে ৯ জন নির্বাহী পরিচালক আছেন। এর মধ্যে আবদুল হান্নান জোয়ার্দার প্রায় এক বছর ধরে লিয়েনে বিআইসিএমে দায়িত্ব পালন করছেন। গত জানুয়ারি থেকে ওএসডি অবস্থায় আছেন আনোয়ারুল কবীর ভুঁইয়া।
অপরদিকে সংস্থাপন মন্ত্রণালয় থেকে এসইসির ১০ ব্যক্তিগত কর্মকর্তাকে উদ্বৃত্ত ঘোষণা করা হয়েছে। ১০ কর্মকর্তার আত্তীকরণকে কেন্দ করে অর্থ ও সংস্থাপন_দুই মন্ত্রণালয়ের টানাহেঁচড়া চলছে। সংস্থাপন মন্ত্রণালয়কে না জানিয়ে এসইসি আত্তীকরণ করায় তাদের উদ্বৃত্ত ঘোষণা করতে বলা হয়েছে। ফলে দীর্ঘ ১৭-১৮ বছর চাকরি করার পর এখন এই কর্মকর্তারা নিজেদের পদে বহাল থাকা নিয়ে আশঙ্কায় পড়েছেন।
অপরদিকে সংস্থাপন মন্ত্রণালয় থেকে এসইসির ১০ ব্যক্তিগত কর্মকর্তাকে উদ্বৃত্ত ঘোষণা করা হয়েছে। ১০ কর্মকর্তার আত্তীকরণকে কেন্দ করে অর্থ ও সংস্থাপন_দুই মন্ত্রণালয়ের টানাহেঁচড়া চলছে। সংস্থাপন মন্ত্রণালয়কে না জানিয়ে এসইসি আত্তীকরণ করায় তাদের উদ্বৃত্ত ঘোষণা করতে বলা হয়েছে। ফলে দীর্ঘ ১৭-১৮ বছর চাকরি করার পর এখন এই কর্মকর্তারা নিজেদের পদে বহাল থাকা নিয়ে আশঙ্কায় পড়েছেন।