(৮৩৩) টাকা এবং ডলার

Sunday, May 15, 2011 Unknown
শেয়ারবাজার :::: স্থানীয় আন্তব্যাংক মুদ্রাবাজারে সরাসরি লেনদেনে বাংলাদেশি টাকার বিপরীতে মার্কিন ডলারের দর বাড়ার প্রবণতা গত সপ্তাহেও অব্যাহত ছিল এই সপ্তাহে বাংলাদেশি টাকার বিপরীতে প্রতি ডলারের দর প্রায় ১৩ পয়সা বেড়েছে সপ্তাহের শুরুতে প্রতি ডলার ৭৩ টাকা ১০ পয়সা থেকে ৭৩ টাকা ১৭ পয়সায় লেনদেন হয় আর সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার প্রতি ডলার ৭৩ টাকা ১৩ পয়সা থেকে ৭৩ টাকা ২৩ পয়সায় লেনদেন হয়
আন্তর্জাতিক মুদ্রাবাজারে গত সপ্তাহে ( থেকে ১৩ মে) রেটিং এজেন্সি স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর কর্তৃক গ্রিসের ঋণমানবিবি’ থেকেবি’তে অবনমনের ফলে ইউরো অঞ্চল নিয়ে শঙ্কা ঘনীভূত হলে সোমবার গুরুত্বপূর্ণ মুদ্রাগুলোর বিপরীতে ইউরোপের একক মুদ্রা ইউরোর ব্যাপকভাবে দরপতন ঘটে সময় মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দর তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে
পরবর্তী সময়ে গ্রিসের জন্য ছয় হাজার কোটি ইউরোর সহায়তা প্যাকেজ নেওয়ার খবরে ইউরো কিছুটা ঘুরে দাঁড়ালেও গ্রিস কর্তৃপক্ষ ধরনের সংবাদ অস্বীকার করায় ইউরো আবার দর হারাতে থাকে যা বুধবার পর্যন্ত অব্যাহত থাকে
অন্যদিকে ব্যাংক অব ইংল্যান্ড মধ্যমেয়াদি মূল্যস্ফীতির প্রাক্কলন উন্নীত করায় বুধবার গুরুত্বপূর্ণ মুদ্রাগুলোর বিপরীতে যুক্তরাজ্যের মুদ্রা পাউন্ড স্টার্লিং শক্তিশালী হয়ে ওঠে সময় বিশেষত ইউরোর বিপরীতে পাউন্ডের বিনিময় হার ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়



Blog Archive