শেয়ারবাজার :::: ব্যাংক খাতে ঋণ নিয়ে নানা ধরনের অনিয়মের তথ্য উদ্ঘাটন করেছে বাংলাদেশ ব্যাংক। ঋণ বিতরণ, শ্রেণীকরণ, খারাপ মানের ঋণকে ভালো দেখানো, সুদ হিসাব, মওকুফ, আদায়, পুনঃ তফসিল—সব ক্ষেত্রেই বিভিন্ন ব্যাংকে বড় অনিয়ম পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এ বিষয়ে গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে গত বুধবার অনুষ্ঠিত ব্যাংকার্স বৈঠকে তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের বাংলাদেশ ব্যাংকের কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা বলেছেন, কিছু ব্যাংকে ঋণ শ্রেণীকরণ সঠিকভাবে হচ্ছে না, এর প্রমাণ পাওয়া গেছে। তিনি আরও বলেন, ‘এসব অনিয়মের অভিযোগের সত্যতা বাংলাদেশ ব্যাংক পেয়েছে। তাতে হয়তো ব্যাংকগুলো যে মুনাফা দেখায়, তা-ও সঠিক নয়। ফলে আমরা এ বিষয়ে কঠোর হব, এ কথা ব্যাংকগুলোকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে গত বুধবার অনুষ্ঠিত ব্যাংকার্স বৈঠকে তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের বাংলাদেশ ব্যাংকের কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা বলেছেন, কিছু ব্যাংকে ঋণ শ্রেণীকরণ সঠিকভাবে হচ্ছে না, এর প্রমাণ পাওয়া গেছে। তিনি আরও বলেন, ‘এসব অনিয়মের অভিযোগের সত্যতা বাংলাদেশ ব্যাংক পেয়েছে। তাতে হয়তো ব্যাংকগুলো যে মুনাফা দেখায়, তা-ও সঠিক নয়। ফলে আমরা এ বিষয়ে কঠোর হব, এ কথা ব্যাংকগুলোকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।’