শেয়ারবাজার :::: সম্প্রতি সিটিব্যাংক(city bank) এনএ এবং ওয়ান ব্যাংকের(one bank) মধ্যে করেসপনডেন্ট ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে সিটিব্যাংকের নগদ ব্যবস্থাপনা (ক্যাশ ম্যানেজমেন্ট) ব্যবসা দেশব্যাপী আরও সম্প্রসারিত হবে। এই চুক্তির আওতায় সিটিব্যাংকের করপোরেট গ্রাহকেরা ওয়ান ব্যাংকের যেকোনো শাখায় বিক্রয়লব্ধ অর্থ জমা দেওয়ার সুযোগ পাবেন।
বাংলাদেশে সিটিব্যাংক এনএর ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাকসুদ এবং ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটিব্যাংকের গ্লোবাল ট্রানজেকশন সার্ভিসেস-প্রধান পারভেজ মুর্শেদ, ফিনানশিয়াল ইনস্টিটিউশনসের গ্রুপ-প্রধান তৌফিক আলী এবং ওয়ান ব্যাংকের ইন্টারন্যাশনাল ডিভিশন-প্রধান তামান্না এ রহমান হকসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে সিটিব্যাংক এনএর ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাকসুদ এবং ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটিব্যাংকের গ্লোবাল ট্রানজেকশন সার্ভিসেস-প্রধান পারভেজ মুর্শেদ, ফিনানশিয়াল ইনস্টিটিউশনসের গ্রুপ-প্রধান তৌফিক আলী এবং ওয়ান ব্যাংকের ইন্টারন্যাশনাল ডিভিশন-প্রধান তামান্না এ রহমান হকসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।