শেয়ারবাজার :::: আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট ৯ জুন সংসদে উপস্থাপন করা হবে বলে স্পিকারকে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
স্পিকার আবদুল হামিদ শনিবার সাংবাদিকদের বলেন, অর্থমন্ত্রী একটি চিঠিতে এ কথা জানিয়েছেন।
নবম সংসদের নবম অধিবেশন শুরু হচ্ছে রোববার। জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত অধিবেশন চলতে পারে বলে স্পিকার জানান।
এ অধিবেশনে বাজেট ছাড়াও সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন উত্থাপনের কথা রয়েছে।
অর্থমন্ত্রী গত বৃহস্পতিবার সিলেটে এক অনুষ্ঠানে বলেন, আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবে সামাজিক নিরাপত্তা খাতসহ কৃষি, বিদ্যুৎ ও শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হবে।
বাজেটের আকার কেমন হচ্ছে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বাজারে যে গুজব আছে, তার কাছাকাছিই হবে। একটি গুজব হলো বাজেট হবে ১ লাখ ৪৮ হাজার কোটি টাকার। আরেকটি হলো ১ লাখ ৬০ হাজার কোটি টাকার। বাজেটের পরিধি এবার এ রকমই হবে।
মন্ত্রী জানান, আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট হতে পারে ৪৭ হাজার কোটি টাকা। জিডিপির প্রবৃদ্ধি ধরা হবে ৭ শতাংশ। তবে বাজেট হওয়ার আগে এসব পরিসংখ্যানে আরো পরিবর্তন আসতে পারে।
স্পিকার আবদুল হামিদ শনিবার সাংবাদিকদের বলেন, অর্থমন্ত্রী একটি চিঠিতে এ কথা জানিয়েছেন।
নবম সংসদের নবম অধিবেশন শুরু হচ্ছে রোববার। জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত অধিবেশন চলতে পারে বলে স্পিকার জানান।
এ অধিবেশনে বাজেট ছাড়াও সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন উত্থাপনের কথা রয়েছে।
অর্থমন্ত্রী গত বৃহস্পতিবার সিলেটে এক অনুষ্ঠানে বলেন, আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবে সামাজিক নিরাপত্তা খাতসহ কৃষি, বিদ্যুৎ ও শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হবে।
বাজেটের আকার কেমন হচ্ছে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বাজারে যে গুজব আছে, তার কাছাকাছিই হবে। একটি গুজব হলো বাজেট হবে ১ লাখ ৪৮ হাজার কোটি টাকার। আরেকটি হলো ১ লাখ ৬০ হাজার কোটি টাকার। বাজেটের পরিধি এবার এ রকমই হবে।
মন্ত্রী জানান, আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট হতে পারে ৪৭ হাজার কোটি টাকা। জিডিপির প্রবৃদ্ধি ধরা হবে ৭ শতাংশ। তবে বাজেট হওয়ার আগে এসব পরিসংখ্যানে আরো পরিবর্তন আসতে পারে।