শেয়ারবাজার :::: নৌপুলিশ আজ শনিবার ভোরে চাঁদপুর লঞ্চঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় যৌন-উত্তেজক বড়িসহ দুই ব্যক্তিকে আটক করেছে।
চাঁদপুর নৌ-ফাঁড়ির হাবিলদার নজরুল ইসলাম জানান, আজ ভোর পাঁচটার দিকে লঞ্চঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালায়। এ সময় তাঁদের কাছে আট হাজার নিষিদ্ধ বড়ি পাওয়া যায়, যার দাম প্রায় পাঁচ লাখ টাকা।
আটক হওয়া ব্যক্তিরা হলেন—রফিক খন্দকার (৫৫) ও শাহাদাত হোসেন (২২)। রফিকের বাড়ি চাঁদপুরের বিষ্ণুদী ও শাহাদাতের বাড়ি ফরিদগঞ্জের বিষকাটালী এলাকায়।
সংশ্লিষ্ট নৌপুলিশ সূত্র জানিয়েছে, আটক হওয়া ব্যক্তিরা কুমিল্লার সীমান্ত থেকে এসব নিষিদ্ধ ট্যাবলেট এনেছেন। পরে তা বিক্রি জন্য চাঁদপুর থেকে লঞ্চে চড়ে নারায়ণগঞ্জ নিয়ে যাচ্ছিলেন।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি মামলা হয়েছে বলে নৌপুলিশ জানিয়েছে।
চাঁদপুর নৌ-ফাঁড়ির হাবিলদার নজরুল ইসলাম জানান, আজ ভোর পাঁচটার দিকে লঞ্চঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালায়। এ সময় তাঁদের কাছে আট হাজার নিষিদ্ধ বড়ি পাওয়া যায়, যার দাম প্রায় পাঁচ লাখ টাকা।
আটক হওয়া ব্যক্তিরা হলেন—রফিক খন্দকার (৫৫) ও শাহাদাত হোসেন (২২)। রফিকের বাড়ি চাঁদপুরের বিষ্ণুদী ও শাহাদাতের বাড়ি ফরিদগঞ্জের বিষকাটালী এলাকায়।
সংশ্লিষ্ট নৌপুলিশ সূত্র জানিয়েছে, আটক হওয়া ব্যক্তিরা কুমিল্লার সীমান্ত থেকে এসব নিষিদ্ধ ট্যাবলেট এনেছেন। পরে তা বিক্রি জন্য চাঁদপুর থেকে লঞ্চে চড়ে নারায়ণগঞ্জ নিয়ে যাচ্ছিলেন।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি মামলা হয়েছে বলে নৌপুলিশ জানিয়েছে।