শেয়ারবাজার :::: এসইসি ও ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ব্যাংক হিসাব তলবের বিষয়ে একটি দৈনিকে প্রকাশিত খবরের ব্যাপারে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে ক্ষোভ প্রকাশ করেন অর্থমন্ত্রী। এ তথ্য গণমাধ্যমের কাছে কীভাবে গেল- তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, এসইসি চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, ডিএসইর সাবেক ও বর্তমান সভাপতি রকিবুর রহমান ও শাকিল রিজভীসহ বাজারসংশ্লিষ্ট ১৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, "ভেতরের সব বিষয়ই যদি প্রেসের কাছে চলে যায়, তাহলে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের কাজটা কী?"
যারা এ তথ্য ফাঁস করেছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মুহিত বলেন, দেশের দুই স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন (মালিকানা থেকে পরিচালনকে আলাদা করা) ও কর সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, এসইসি চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, ডিএসইর সাবেক ও বর্তমান সভাপতি রকিবুর রহমান ও শাকিল রিজভীসহ বাজারসংশ্লিষ্ট ১৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, "ভেতরের সব বিষয়ই যদি প্রেসের কাছে চলে যায়, তাহলে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের কাজটা কী?"
যারা এ তথ্য ফাঁস করেছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মুহিত বলেন, দেশের দুই স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন (মালিকানা থেকে পরিচালনকে আলাদা করা) ও কর সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।