শেয়ারবাজার ::::বাজারে কোনো তদারকি নেই, বরং বাজার কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিরা নানাভাবে বাজারকে প্রভাবিত করার চেষ্টা করে যাচ্ছেন।
শেয়ারবাজার এখন টানা দরপতনের ধারায়। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা থাকায় প্রতিদিনই কমছে মূল্যসূচক, সেই সঙ্গে কমছে লেনদেনের পরিমাণ। এই অবস্থায় পাঁচ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ড দিয়ে বাজারকে কৃত্রিমভাবে আবারও ঠেলে ওপরে ওঠানোর চেষ্টা করা হচ্ছে। যদিও বাজার বিশেষজ্ঞরা মনে করেন, আর্থিক সংকট নয়, বাজারের সমস্যা এখন আস্থার অভাব। আস্থার এই সংকট না কাটলে বাজারও ফিরবে না ইতিবাচক ধারায়।