(৭৯৭) সংকট যে নেই, তা বোঝা যাবে

Tuesday, May 17, 2011 Unknown
শেয়ারবাজার :::: কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা বলেন, ‘ব্যাংকব্যবস্থায় কোনো তারল্য-সংকট নেই দু-একটা ব্যাংকে একটু চাপ থাকতে পারে এটা হয়েছে ওই সব ব্যাংকের অতিরিক্ত ঋণ বিতরণের কারণে তবে সামগ্রিক ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্যই রয়েছে।’

পৃথকভাবে একই তথ্য দেন বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান কে মাহমুদ সাত্তার তিনি সাংবাদিকদের বলেন, ‘তারল্য-সংকট যে নেই, তা বোঝা যাবে মুদ্রাবাজারের দিকে তাকালে মুদ্রাবাজারে স্বল্প সময়ের জন্য ধার করা (কলমানি) অর্থের সুদের হার মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ এতেই বোঝা যায়, ব্যাংকব্যবস্থা যথেষ্ট তারল্যের মধ্যে রয়েছে।’


Blog Archive