শেয়ারবাজার :::: বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক থেকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন কাজী ছাইদুর রহমান। গত ১২ মে তিনি এ পদোন্নতি পান। উপ-মহাব্যবস্থাপক হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের সুবাদে তাঁকে একই বিভাগের মহাব্যবস্থাপক করা হয়েছে বলে জানা গেছে।
কাজী ছাইদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ বৈদেশিক মুদ্রা বাজার নিবিড় পর্যবেক্ষণ ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে তিনি গভর্নরস স্বর্ণপদক পান।
কাজী ছাইদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ বৈদেশিক মুদ্রা বাজার নিবিড় পর্যবেক্ষণ ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে তিনি গভর্নরস স্বর্ণপদক পান।