(১২২০) অন্য প্রসংগঃমানবসম্পদ

Wednesday, May 25, 2011 Unknown
মানবসম্পদ
 :::: বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তা চেয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ্রবড়ুয়া
শিল্পমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে ইউএনডিপি মানবসম্পদ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে তিনি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) আধুনিকায়ন এবং প্রশিক্ষণ-সুবিধা সম্প্রসারণে কারিগরি সহায়তা দেওয়ার জন্য ইউএনডিপির দৃষ্টি আকর্ষণ করেন
গতকাল মঙ্গলবার বাংলাদেশ সফররত ইউএনডিপির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক কেন্দ্রের পরিবেশ জ্বালানিবিষয়ক দলনেতা মার্টিন ক্রজের নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধিদলের শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠককালে তিনি সহায়তা কামনা করেন
শিল্প মন্ত্রণালয়ে বৈঠককালে অন্যান্যের মধ্যে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি কাট্রি ডিরেক্টর রবার্ট জুকাম এবং সহকারী কান্ট্রি ডিরেক্টর মো. তারিক-উল-ইসলাম উপস্থিত ছিলেন বলে শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে
বৈঠকে শিল্পমন্ত্রী দিলীপ্রবড়ুয়া জাতীয় শিল্পনীতি-২০১০ প্রণয়নে সহায়তা দেওয়ায় ইউএনডিপির প্রশংসা করেন তিনি বলেন, মহাজোট সরকার পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নের প্রতি অগ্রাধিকার দিচ্ছে
মার্টিন ক্রজ সরকার প্রণীত জাতীয় শিল্পনীতি-২০১০-এর প্রশংসা করেন তিনি বলেন, নীতির দিকনির্দেশনার আলোকে পরিবেশবান্ধব সবুজ শিল্পায়ন সম্ভব তিনি বাংলাদেশে টেকসই সবুজ প্রবৃদ্ধির জন্য ইউএনডিপির সহায়তার আশ্বাস দেন শক্তিশালী বেসরকারি খাত মধ্যম আয়ের বাংলাদেশ বিনির্মাণের অভীষ্ট লক্ষ্য অর্জনে অত্যন্ত সহায়ক হবে বলে তিনি মতামত দেন

Blog Archive