:::: মার্জিন ঋণ আদায়ে বাধ্যতামূলক শেয়ার বিক্রি বা ফোর্স সেল না করার জন্য বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল মঙ্গলবার এসইসি কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়। অন্যদিকে বিএমবিএ নেতারা তারল্য সংকটকেই পুঁজিবাজারের মন্দা পরিস্থিতি মূল কারণ হিসেবে চিহ্নিত করে তা দূর করার জন্য বাংলাদেশ ব্যাংক ও এসইসির মধ্যে সমন্বয় সাধনের জন্য কমিশনের চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানান।
বৈঠক শেষে এসইসির মুখপাত্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান সাংবাদিকদের জানান, এসইসির নবনিযুক্ত চেয়ারম্যান ড. খায়রুল হোসেন এবং সদস্য অধ্যাপক হেলালউদ্দীন নিজামী মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে পরিচিতিমূলক বৈঠক করেছেন। বৈঠকে কমিশনের পক্ষ থেকে পুঁজিবাজারে গতিশীলতা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে করণীয় সম্পর্কে পরামর্শ চাওয়া হয়েছে। মার্চেন্ট ব্যাংকাররা বাজারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে পরিস্থিতি উত্তরণে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। তাঁদের প্রস্তাবগুলো লিখিতভাবে কমিশনের কাছে পেশ করার জন্য বলা হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিরা তারল্য সংকটকেই পুঁজিবাজারের মন্দা পরিস্থিতির মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়। কমিশনকে তাঁরা জানান, মন্দার কারণে একদিকে মার্চেন্ট ব্যাংকগুলোর বিপুল মার্জিন ঋণ আটকে গেছে, অন্যদিকে তহবিল সংকটের কারণে চাহিদা অনুযায়ী নতুন ঋণ দেওয়া যাচ্ছে না। সূত্র জানায়, এসইসি চেয়ারম্যান ড. খায়রুল হোসেন পুঁজিবাজারে গতি ফিরিয়ে আনতে মার্চেন্ট ব্যাংকগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বিনিয়োগকারীদের স্বার্থ ও মানবিকতার বিবেচনায় ফোর্স সেল বন্ধ রাখারও আহ্বান জানান। বিএমবিএর প্রতিনিধিদের দেওয়া বক্তব্যগুলো লিখিতভাবে পেশ করা হলে কমিশনের দিক থেকে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
বৈঠক শেষে এসইসির মুখপাত্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান সাংবাদিকদের জানান, এসইসির নবনিযুক্ত চেয়ারম্যান ড. খায়রুল হোসেন এবং সদস্য অধ্যাপক হেলালউদ্দীন নিজামী মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে পরিচিতিমূলক বৈঠক করেছেন। বৈঠকে কমিশনের পক্ষ থেকে পুঁজিবাজারে গতিশীলতা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে করণীয় সম্পর্কে পরামর্শ চাওয়া হয়েছে। মার্চেন্ট ব্যাংকাররা বাজারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে পরিস্থিতি উত্তরণে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। তাঁদের প্রস্তাবগুলো লিখিতভাবে কমিশনের কাছে পেশ করার জন্য বলা হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিরা তারল্য সংকটকেই পুঁজিবাজারের মন্দা পরিস্থিতির মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়। কমিশনকে তাঁরা জানান, মন্দার কারণে একদিকে মার্চেন্ট ব্যাংকগুলোর বিপুল মার্জিন ঋণ আটকে গেছে, অন্যদিকে তহবিল সংকটের কারণে চাহিদা অনুযায়ী নতুন ঋণ দেওয়া যাচ্ছে না। সূত্র জানায়, এসইসি চেয়ারম্যান ড. খায়রুল হোসেন পুঁজিবাজারে গতি ফিরিয়ে আনতে মার্চেন্ট ব্যাংকগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বিনিয়োগকারীদের স্বার্থ ও মানবিকতার বিবেচনায় ফোর্স সেল বন্ধ রাখারও আহ্বান জানান। বিএমবিএর প্রতিনিধিদের দেওয়া বক্তব্যগুলো লিখিতভাবে পেশ করা হলে কমিশনের দিক থেকে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।