শেয়ারবাজার :::: এসইসির পুনর্গঠনে ১১টি অবিলম্বে, ১৭টি স্বল্প এবং সাতটি মধ্য মেয়াদের বাস্তবায়িত হবার কথা । স্বল্প মেয়াদ বলতে এক মাস আর মধ্য মেয়াদ বলতে চার মাস সময়কে বোঝানো হয়েছিল। কিন্তু প্রায় এক মাস (২৫ দিন) হতে চললেও সরকার গৃহীত সুপারিশগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়নি। এসব সুপারিশের বড় অংশই বাস্তবায়নের দায়িত্ব এসইসির ওপরই বর্তাবে। কিন্তু পুনর্গঠনের কাজ অসম্পন্ন থেকে যাওয়ায় এ ব্যাপারে তেমন কিছুই করতে পারছে না সংস্থাটি।
যোগাযোগ করা হলে এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী বলেন, ‘প্রধানমন্ত্রী দেশে ফিরলেই পুনর্গঠনের কাজ সম্পন্ন হবে বলে আশা করি। আর এটা হলেই সরকার যেসব সুপারিশ গ্রহণ করেছে, সেগুলো বাস্তবায়নের ব্যাপারে উদ্যোগ নিতে পারব।’
হেলাল উদ্দিন বলেন, এসইসি পুনর্গঠনের কাজ সম্পন্ন না হলেও দৈনন্দিন কাজ থেমে নেই। বাজার নজরদারি ও তদারকি সঠিকভাবেই চলছে। এ ছাড়া বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কাজের সমন্বয় ঘটানোর প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।
মন্ত্রণালয়ের সুপারিশ আপনাদের কাছে এসেছে কি না জানতে চাইলে হেলাল উদ্দিন নিজামী বলেন, ‘এটা তো অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটেই রয়েছে। তা ছাড়া মন্ত্রণালয়ে রিকুইজিশন দিয়েও সংগ্রহ করেছি।’
যোগাযোগ করা হলে এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী বলেন, ‘প্রধানমন্ত্রী দেশে ফিরলেই পুনর্গঠনের কাজ সম্পন্ন হবে বলে আশা করি। আর এটা হলেই সরকার যেসব সুপারিশ গ্রহণ করেছে, সেগুলো বাস্তবায়নের ব্যাপারে উদ্যোগ নিতে পারব।’
হেলাল উদ্দিন বলেন, এসইসি পুনর্গঠনের কাজ সম্পন্ন না হলেও দৈনন্দিন কাজ থেমে নেই। বাজার নজরদারি ও তদারকি সঠিকভাবেই চলছে। এ ছাড়া বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কাজের সমন্বয় ঘটানোর প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।
মন্ত্রণালয়ের সুপারিশ আপনাদের কাছে এসেছে কি না জানতে চাইলে হেলাল উদ্দিন নিজামী বলেন, ‘এটা তো অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটেই রয়েছে। তা ছাড়া মন্ত্রণালয়ে রিকুইজিশন দিয়েও সংগ্রহ করেছি।’