পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের লাফার্জ সুরমা কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকায় রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবিএল) ও বস্ত্র খাতের এইচআর টেক্সটাইল প্রতিষ্ঠান তাদের শেয়ারের ফেসভ্যালু ১০ টাকায় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির শেয়ার ১০ টাকা করার সময়সীমা বেধে দেয়। এ প্রক্রিয়ার অংশ হিসেবেই প্রতিষ্ঠানগুলো তাদের শেয়ারের ফেসভ্যালু পরিবর্তন করছে।
লাফার্জ সুরমা কোম্পানির পরিচালনা পর্ষদ তাদের প্রতিটি ১০০ টাকা ফেসভ্যালুর শেয়ার ১০ টাকায় পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আগামী ১১ নভেম্বর প্রতিষ্ঠানটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ অক্টোবর।