ব্যাংকিং খাতে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের ইস্যুকৃত বন্ড অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা ডেকেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ খবর পাওয়া গেছে। এর আগের ব্যাংকটি পরিচালনা পর্ষদ ৩৫০ কোটি টাকার বন্ড ছাড়ার ঘোষণা দিয়েছিল। আনসিকিউর্ড নন-কনভার্টেবল সাব-অর্ডিনেট ডেবট প্রকৃতির এ বন্ডের প্রতি ইউনিটের দর ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ব্যাংকটি জানায়, আগামী ২০ অক্টোবর এ বন্ড অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সভায় বন্ড ছাড়াও কোম্পানির আর্টিকেল অব অ্যাসোসিয়েশনের কিছু অনুচ্ছেদ পরিবর্তনের বিষয়ে অনুমোদন দেয়া হবে। বিশেষ সাধারণ সভায় এ বিষয়গুলো অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংকে অনুমোদনের জন্য আবেদন করা হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর,২০১১।ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এ বন্ডটি সাত বছরমেয়াদি হবে এবং অভিহিত মূল্যেই তা বরাদ্দ দেয়া হবে। বন্ডের সুদের হার হবে বেঞ্চমার্কের সঙ্গে আরও ২ শতাংশ মার্জিন এবং এর সুদের হার ন্যূনতম ১১ দশমিক ৫০ শতাংশ রাখার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। বন্ডের টাকা শেষ তিন বছরে অবলোপন করা হবে। এ ক্ষেত্রে পঞ্চম ও ষষ্ঠ বছরে ৩০ শতাংশ করে ও সপ্তম বছরে অবশিষ্ট ৪০ শতাংশ অর্থ ফেরত দেয়া হবে। বন্ডটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে না এবং এর পুরোটাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছে ইউসিবিএল কর্তৃপক্ষ।