শেয়ারবাজারে দরপতনের জের ধরে গতকাল সোমবার মতিঝিলে গাড়ি ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক সাত বিনিয়োগকারীর মধ্যে ছয়জনকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার আটক সাতজনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করলে আদালত ছয়জনের জামিন মঞ্জুর করেন। বাংলাদেশ শেয়ারবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক এ তথ্য জানিয়েছেন। জামিন পাওয়া বিনিয়োগকারীরা হলেন বাংলাদেশ শেয়ারবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহাদাত উল্লাহ, সরফরাজ, জাহাঙ্গীর ইকবাল, মিজানুর রহমান ও আবদুল্লাহ আল মামুন। মাসুদ দফাদার নামের অন্য এক বিনিয়োগকারীর এখনো জামিন হয়নি। এর আগে গতকাল মতিঝিল থেকে সাতজনকে গ্রেফতার করা হয়। এই সাতজনসহ অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনের নামে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয় বলে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) কবির জানিয়েছেন।