রাজধানীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার পরিদর্শনের জন্য বিদ্যমান মনিটরিং টিম বাতিল করে নতুন টিম গঠন করেছে সরকার। পুনর্গঠিত আটটি টিম বুধবার বাজার পরিদর্শনের কাজ শুরু করবে। আগামী ডিসেম্বর পর্যন্ত এসব টিম একাজে নিয়োজিত থাকবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার এ তথ্য জানান।
মনিটরিং টিম বাজার পরিদর্শন করে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর বাজারমূল্য, মজুত পরিস্থিতি ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে।
বাজারে কোনোধরনের অস্বাভাবিক অবস্থা পরিলক্ষিত হলে টিম সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। এছাড়াও মনিটরিং টিম বাজার পরিস্থিতি সম্পর্কে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবে। মনিটরিং টিম উৎপাদন কারখানা থেকে শুরু করে ছোট-বড় কাঁচাবাজার পর্যন্ত পরিদর্শন করবে।
‘অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ ২০১১’ অনুযায়ী এসব টিম কাজ করবে।
প্রত্যেক টিমে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উপ-সচিবের নেতৃত্বে কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা জেলা প্রশাসন, এফবিসিসিআই ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের প্রতিনিধি এবং পর্যাপ্ত সংখ্যক র্যাব ও পুলিশ সদস্য থাকবে।