পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের অপরিশোধিত মূলধন ৪৮০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১২০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
‘এ’ ক্যাটাগরির ব্র্যাক ব্যাংক ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির অনুমোদিত মুলধন ৪৮০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৩২১ কোটি ২০ লাখ টাকা। ব্যাংকটির প্রাইস আর্নিং (পি/ই) রেশিও ৯.৫৮। গত একমাসে এ শেয়ারের দর ৪৭০.৫০ টাকা থেকে ৫০৬.৭৫ টাকার মধ্যে ওঠানামা করে। ১০০ টাকা ফেসভ্যালুর এ প্রতিষ্ঠানের মার্কেট লট ৫০টি শেয়ারে। বাজারে এর মোট ৩ কোটি ২১ লাখ ২৩ হাজার ৫২০টি শেয়ার রয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ শেয়ার রয়েছে পরিচালনা পর্ষদে, ৩.২২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৬.৭৮ শতাংশ শেয়ার।
ব্র্যাক ব্যাংকের চলতি অর্থবছরের গত ছয়মাসে (জানুয়ারি ১১- জুন-১১) কর পরিশোধের পর মুনাফা করেছে ৭৪ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৬৫ কোটি টাকা।