(২০৩৯) বাধা দিলে আরও একটি

Thursday, September 22, 2011 Unknown

আজকের হরতালে বাধা দিলে আরও একটি হরতাল করার পরিকল্পনা রয়েছে বিএনপির। সে ক্ষেত্রে আগামী রোববার হরতাল দিতে পারে দলটি।
গত সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে।
বিএনপির একাধিক নেতা বলেছেন, হরতালে বাধা এলে শুক্র-শনি সাপ্তাহিক ছুটির পর আরও হরতাল দেওয়া হতে পারে। আজ সন্ধ্যায় এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।
আরও হরতাল দেওয়া হবে কি না, এ প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, সবকিছু নির্ভর করছে সরকারের আচরণের ওপর।
বিএনপি সূত্রে জানা গেছে, আজকের হরতাল সফল করতে বিএনপি নানা প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে রাজধানীর অন্তত ৩৭টি স্থানে জমায়েত হয়ে পিকেটিং করার সিদ্ধান্ত রয়েছে। এ ছাড়া সারা দেশের কমিটিগুলোকে নিজ নিজ এলাকায় হরতালের সময় পিকেটিং করতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে। হরতালের প্রস্তুতি সম্পর্কে জানতে এবং দিকনির্দেশনা দিতে খালেদা জিয়া গত দুই দিনে বিএনপির ঢাকা মহানগর ও জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠক করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, গণতান্ত্রিক অধিকার হিসেবে তাঁরা হরতাল করছেন। এই হরতাল হবে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত।

Blog Archive