শেয়ারবাজার :::: আগামী ২০১১-১২ অর্থবছর থেকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কোনো কাজে অর্থ মন্ত্রণালয় সম্পৃক্ত থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গতকাল সচিবালয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনার পর অর্থমন্ত্রী এ কথা বলেন। তবে তিনি বিষয়টি ব্যাখ্যা করেননি।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, এসইসির চেয়ারম্যান এম. খায়রুল হোসেন, ডিএসইর সভাপতি শাকিল রিজভী, সিএসইর সভাপতি ফখর উদ্দিন আলী আহমদসহ উভয় স্টক এক্সচেঞ্জের শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠকে ডিএসইর পরিচালক আহমেদ রশীদ লালী বলেন, বাজার এখন ডিপ্রেসড অবস্থায় আছে। তার ওপর বিভিন্ন এজেন্সি কাজ করছে। এতে ভীতিকর অবস্থা তৈরি হতে পারে। আর তাই সরকারি বিভিন্ন সংস্থা দিয়ে বাজারে হস্তক্ষেপ না করার আহ্বান জানান তিনি।
আহমেদ রশীদ লালী আরও বলেন, বাজার তারল্য-সংকটে রয়েছে। কালো টাকাকে এই বাজারে আসতে দেওয়া উচিত।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশের সংশোধনী বিষয়ে আহমেদ রশীদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘কোনো পরিবর্তন করা হলে আপনারা জানবেন।’
গতকাল সচিবালয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনার পর অর্থমন্ত্রী এ কথা বলেন। তবে তিনি বিষয়টি ব্যাখ্যা করেননি।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, এসইসির চেয়ারম্যান এম. খায়রুল হোসেন, ডিএসইর সভাপতি শাকিল রিজভী, সিএসইর সভাপতি ফখর উদ্দিন আলী আহমদসহ উভয় স্টক এক্সচেঞ্জের শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠকে ডিএসইর পরিচালক আহমেদ রশীদ লালী বলেন, বাজার এখন ডিপ্রেসড অবস্থায় আছে। তার ওপর বিভিন্ন এজেন্সি কাজ করছে। এতে ভীতিকর অবস্থা তৈরি হতে পারে। আর তাই সরকারি বিভিন্ন সংস্থা দিয়ে বাজারে হস্তক্ষেপ না করার আহ্বান জানান তিনি।
আহমেদ রশীদ লালী আরও বলেন, বাজার তারল্য-সংকটে রয়েছে। কালো টাকাকে এই বাজারে আসতে দেওয়া উচিত।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশের সংশোধনী বিষয়ে আহমেদ রশীদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘কোনো পরিবর্তন করা হলে আপনারা জানবেন।’