(১১৫৫) বিশ্ব যখন যাচ্ছে এগিয়ে,আমরা তখন বসে,বিবি তালাকের ফতুয়া খুজছি হাদিস-কোরআন চষে

Monday, May 23, 2011 Unknown
শেয়ারবাজার :::: ভারতের প্রত্যন্ত অঞ্চলের শিল্প বিপ্লবে মোবাইল ব্যাংকিং এখন আলোচনার তুঙ্গে বিশেষজ্ঞদের ভাষ্যমতে, ভারতের প্রত্যন্ত অঞ্চলের মোবাইল ব্যাংকিং সুবিধায় বদলে গেছে মানুষের প্রাত্যহিক জীবনমান সূত্র তথ্য জানিয়েছে

ভারতের প্রত্যন্ত অর্থনীতির মানোন্নয়নে মোবাইল ব্যাংকিং আজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গত সপ্তাহে মুম্বাই শহরে অনুষ্ঠিতটেলিকম অ্যান্ড ব্যাংকিং’ শীর্ষক সেমিনারে তথ্যই আলোচনায় স্থান পায়

আমবিট ক্যাপিটালের গবেষক আমিত আহির জানান, মোবাইল ব্যাংকিং এর গুরুত্ব সময়োপযোগী কিন্তু এর অর্থনৈতিক প্রসারে আরও খানিকটা সময় প্রয়োজন

গার্টনারের সূত্র মতে, মুহূর্তে ভারতে ৭৭ কোটি ৫০ লাখ মোবাইল ফোন গ্রাহক আছে আর হিসাব মতে প্রতিমাসে কোটি ৯০ লাখ গ্রাহক বাড়ছে

কিন্তু সংখ্যার বিপরীতে ভারতের মোট প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার অর্ধেকেরই কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট নেই এরই মধ্যে প্রত্যন্ত অঞ্চলের মানুষের ব্যাংক অ্যাকাউন্ট বাড়াতে দ্য রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া তাদের ৩৯টি শাখাকে রুরাল মোবাইল ব্যাংকিং সেবার আওতাভুক্ত করেছে

সেবার মাধ্যমে প্রতিদিন ১০ দফায় সর্বোচ্চ ৫০ হাজার রুপি (১১০০ ডলার) লেনদেন করা সম্ভব মুহূর্তে প্রতিমাসে ভারতে লাখ ৮০ হাজার মোবাইল ব্যাংকিং ট্র্যানজেকশন হয় যার আর্থিক মূল্য ৬১ কোটি রুপি
উল্লেখ্য
, ভারতের সর্বাধিক জনপ্রিয় আইসিআইসিআই ব্যাংকের সঙ্গে ভোডাফোন মোবাইল ব্যাংকিং সেবায় চুক্তিবদ্ধ হয়েছে

প্রসঙ্গে ভোডাফোন ইসার পরিচালক সমরেশ পারিধা জানান, মোবাইল ব্যাংকিং এর গতি ধীরগতিসম্পন্ন তবে শিল্পের শুরুটা সম্ভাবনাময় গ্রাহক সেবার মান উন্নত এবং সেবায় ভীতিহীন অভ্যস্ত করলে দ্রুতই তা আরও জনপ্রিয় হবে

Blog Archive