(১১৪৫) বাংলাদেশের বড়বাজার

Monday, May 23, 2011 Unknown
বানিজ্য সংবাদ :::: বাংলাদেশ ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের আরো উন্নয়ন বিনিয়োগের নতুন প্রতিশ্রুতির মধ্য দিয়ে সোমবার রাজধানীর রূপসী বাংলা (প্রাক্তন শেরাটন) হোটেলে শেষ হলো ৩দিনব্যাপী ইন্ডিয়া ইনভেস্টট্রেড -২০১১ এতে ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে বিদ্যুৎ জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন
অপর দিকে ব্যবসায়ীরা বলেছেন, তারা ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর বাজার নিজেদের জন্য বড়বাজার হিসেবে চিহ্নিত করেছেন সেখানে সে সুযোগ তারা সুযোগ কাজে লাগাতে পারেন

ইন্ডিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ( উত্তর-পূর্ব ) আয়োজিত ইন্ডিয়া ইনভেস্টট্রেড -২০১১-এর সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান এমকে শাহরিয়ার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া
বক্তব্য রাখেন ঢাকায় ভারতীয় দূতাবাসের উপ-হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য, ইন্ডিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মহাপরিচালক : রাজীব সিং, বাংলাদেশ এন্টারপ্রাইজের প্রধান ফারুক সোবহান, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি আবদুল মাতলুব আহমেদ প্রমুখ

সমাপনী অনুষ্ঠানে উভয় দেশের ব্যবসায়ী নেতারা দু’দেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়নে দুই সরকারকে আরো বেশি করে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান যাতে করে ব্যবসায়ীরা কোনও ধরনের প্রতিবন্ধকতার মুখে না পড়েন

একই সঙ্গে তারা দুই দেশের ব্যবসায়ীদের জন্য মাল্টিপল এন্ট্রিভিসা চালুরও দাবি জানান

উল্লেখ্য, গত ২১ মে শনিবার ৩দিনব্যাপী ইন্ডিয়া ইনভেস্টট্রেড -২০১১ শুরু হয় এতে ৪৮টি সর্বভারতীয় ব্যবসায়ী শিল্প প্রতিষ্ঠান অংশ নেয় বাংলাদেশে ধরণের আয়োজন এটাই প্রথম এই আয়োজনের ফলে দুদেশের ব্যবসা বাণিজ্যে সহযোগিতা বিনিয়োগের নতুন দিগন্ত খুলে যাবে বলে আশা করছেন উভয় দেশের ব্যবসায়ী মহল

Blog Archive