বাজারে তারল্য সংকটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শাকিল রিজভী বলেন, ‘পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে সাবসিডি কোম্পানি করা হয়েছে। ফলে এদের হিসাব মার্চেন্ট ব্যাংকগুলোর মতোই হচ্ছে। অর্থ বছরের হিসাব অনুযায়ী আগামী ৩০ জুনের মধ্যে নির্ধারিত সিঙ্গেল পার্টি এক্সপোজার সম্পন্ন করার জন্য ব্যাংগুলো থেকে নির্দেশ রয়েছে। এর ফলে ব্যাংগুলোর হাতে থাকা শেয়ার বিক্রি করছে। বিক্রিতে চাপ বেশি হওয়ায় এর প্রভাব বাজারে পড়ছে।’
তিনি এ অবস্থায় বিনিয়োগকারীদের ধৈর্য্য ধরার আহ্বান জানান।