শেয়ারবাজার :::: আবারও নতুন করে হতাশায় ভুগছেন পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরা। টানা চার কার্যদিবস দরপতনে এ অবস্থা সৃষ্টি হয়েছে দেশের প্রধান পুঁিজবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ফলে পুঁজি হারিয়ে অনেক বিনিয়োগকারী দিশেহারা হয়ে পড়েছেন। অনেকেই আবার অসুস্থ হয়ে পড়েছেন।
সোমবার এ ধরনের ঘটনা কয়েকটি ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোতে। ফিনিক্স সিকিউরিটিজ মতিঝিল শাখায় মুসলেম উদ্দিন (৫৪) নামের এক বিনিয়োগকারী বাজার নিম্নমূখী হওয়ার কারণে স্ট্রোক করেন। এসময় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সোমবার পুঁজিবাজারে বেশিভাগ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে ডিএসই’র উভয় সূচকও।
সোমবার এ ধরনের ঘটনা কয়েকটি ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোতে। ফিনিক্স সিকিউরিটিজ মতিঝিল শাখায় মুসলেম উদ্দিন (৫৪) নামের এক বিনিয়োগকারী বাজার নিম্নমূখী হওয়ার কারণে স্ট্রোক করেন। এসময় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সোমবার পুঁজিবাজারে বেশিভাগ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে ডিএসই’র উভয় সূচকও।