শেয়ারবাজার :::: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) তিনজন নতুন সদস্যের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। একই সঙ্গে আরও আট কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টনও করা হয়েছে। আজ মঙ্গলবার কমিশনের সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) হাফিজ মোহাম্মদ হারুনুর রশীদ স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে কমিশনের কর্মকর্তাদের এই দায়িত্ব বণ্টন করা হয়।
দাপ্তরিক আদেশ অনুযায়ী কমিশনের সদস্য অধ্যাপক হেলাল উদ্দিন নিজামীকে প্রশাসন ও অর্থ, আরঅ্যান্ডডি, মিউচুয়াল ফান্ড ও এসপিভি, এমআইএস এবং সিডিএসের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরেক সদস্য আমজাদ হোসেনকে নিবন্ধন, আইন, এনফোর্সমেন্ট, সিএমআরসিসি ও সার্ভিল্যান্সের দায়িত্ব দেওয়া হয়েছে।
আর অন্য সদস্য আরিফ খানকে দেওয়া হয়েছে করপোরেট ফিন্যান্স, ক্যাপিটাল ইস্যু, এসআরআই ও এসআরএমআইসির দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া কমিশনের নির্বাহী পরিচালক ফরহাদ আহমদকে প্রশাসন ও অর্থ এবং এনফোর্সমেন্ট, নির্বাহী পরিচালক রুখসানা চৌধুরীকে সিএমআরআরসি ও আইন, নির্বাহী পরিচালক এ টি এম তারিকুজ্জামানকে করপোরেট ফিন্যান্স, গবেষণা ও উন্নয়ন, নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলামকে এসআরএমআইসি ও সিডিএস, নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে এসআরআই, প্রকল্প ও মুখপাত্র, নির্বাহী পরিচালক আশরাফুল ইসলামকে সার্ভিল্যান্স ও এমআইএস, নির্বাহী পরিচালক হাসান মাহমুদকে ক্যাপিটাল ইস্যু, মিউচুয়াল ফান্ড ও এসপিভি এবং পরিচালক মাহবুবুল আলমকে নিবন্ধনের দায়িত্ব দেওয়া হয়েছে।
পুঁজিবাজারের সাম্প্রতিক কারসাজির ঘটনা তদন্তে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী এসইসি পুনর্গঠন করা হয়েছে। সর্বশেষ গত রোববার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন ও আইডিএলসি ফিন্যান্সের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আরিফ খানকে এসইসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল তাঁরা উভয়ে কমিশনে যোগ দেন। এর আগে কমিশনের চেয়ারম্যান হিসেবে আইসিবির সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক খায়রুল হোসেনকে চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক হেলাল উদ্দিন নিজামীকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দাপ্তরিক আদেশ অনুযায়ী কমিশনের সদস্য অধ্যাপক হেলাল উদ্দিন নিজামীকে প্রশাসন ও অর্থ, আরঅ্যান্ডডি, মিউচুয়াল ফান্ড ও এসপিভি, এমআইএস এবং সিডিএসের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরেক সদস্য আমজাদ হোসেনকে নিবন্ধন, আইন, এনফোর্সমেন্ট, সিএমআরসিসি ও সার্ভিল্যান্সের দায়িত্ব দেওয়া হয়েছে।
আর অন্য সদস্য আরিফ খানকে দেওয়া হয়েছে করপোরেট ফিন্যান্স, ক্যাপিটাল ইস্যু, এসআরআই ও এসআরএমআইসির দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া কমিশনের নির্বাহী পরিচালক ফরহাদ আহমদকে প্রশাসন ও অর্থ এবং এনফোর্সমেন্ট, নির্বাহী পরিচালক রুখসানা চৌধুরীকে সিএমআরআরসি ও আইন, নির্বাহী পরিচালক এ টি এম তারিকুজ্জামানকে করপোরেট ফিন্যান্স, গবেষণা ও উন্নয়ন, নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলামকে এসআরএমআইসি ও সিডিএস, নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে এসআরআই, প্রকল্প ও মুখপাত্র, নির্বাহী পরিচালক আশরাফুল ইসলামকে সার্ভিল্যান্স ও এমআইএস, নির্বাহী পরিচালক হাসান মাহমুদকে ক্যাপিটাল ইস্যু, মিউচুয়াল ফান্ড ও এসপিভি এবং পরিচালক মাহবুবুল আলমকে নিবন্ধনের দায়িত্ব দেওয়া হয়েছে।
পুঁজিবাজারের সাম্প্রতিক কারসাজির ঘটনা তদন্তে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী এসইসি পুনর্গঠন করা হয়েছে। সর্বশেষ গত রোববার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন ও আইডিএলসি ফিন্যান্সের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আরিফ খানকে এসইসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল তাঁরা উভয়ে কমিশনে যোগ দেন। এর আগে কমিশনের চেয়ারম্যান হিসেবে আইসিবির সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক খায়রুল হোসেনকে চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক হেলাল উদ্দিন নিজামীকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।