শেয়ারবাজার :::: দীর্ঘ ৭ বছর আইনী লড়াই শেষে ডেল্টা লাইফ ইন্সু্যরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটেছে। গত সপ্তাহে উচ্চ আদালতে মামলা নিষ্পত্তির পর ইতোমধ্যেই বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা ও বকেয়া এজিএম আয়োজনের উদ্যোগ নিয়েছে কোম্পানির পরিচালকরা। রবিবার কোম্পানির পৰ থেকে ২০০৪ সালের জন্য ৩০ শতাংশ নগদ এবং ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে পরর্বতী ৬ বছরের লভ্যাংশ ঘোষণা করে সব এজিএম সম্পন্ন করা হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
জানা গেছে, 'ডিআইটিএল' নামে একটি সফওয়্যার কোম্পানি প্রতিষ্ঠার সূত্র ধরে ২০০৪ সালে ডেল্টা লাইফের পরিচালকদের মধ্যে বিরোধ দেখা দেয়। এই বিরোধকে কেন্দ্র করে উচ্চ আদালতে একটি রিট মামলা দায়ের করা হয়। এর ভিত্তিতে আদালত কোম্পানির এজিএম আয়োজনের ওপর স্থগিতাদেশ জারি করে। গত ৭ বছর ধরে নিষ্পত্তি না হওয়ায় বিনিয়োগকারীদের কোন লভ্যাংশও দিতে পারেনি কোম্পানিটি।
সূত্র জানায়, গত সপ্তাহে মামলা নিষ্পত্তি করে উচ্চ আদালত ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যনত্ম সব এজিএম সম্পন্ন করার নির্দেশ দেয়। এরপর গত রবিবার কোম্পানির পরিচালনা পর্ষদের জরম্নরী বৈঠকে ২০০৪ সালের এজিএমের তারিখ নির্ধারণ করা হয়। মামলা শুরম্নর আগেই ওই বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করে ৩০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস শেয়ার প্রদানের সিদ্ধানত্ম নেয়া হয়েছিল। তবে এজিএমের আগেই আদালতের নিষেধাজ্ঞা চলে আসায় ওই ঘোষণা স্থগিত করা হয়েছিল। এ কারণে পূর্বঘোষিত লভ্যাংশ বহাল রেখেই আগামী ২২ আগস্ট এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই এজিএমের জন্য ২০ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে ডেল্টা লাইফের ব্যবস্থাপনা পরিচালক দাস দেবা প্রসাদ বলেন, হিসাব বছর শেষ হওয়ার পরপরই ২০০৪ সালের লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল।
জানা গেছে, 'ডিআইটিএল' নামে একটি সফওয়্যার কোম্পানি প্রতিষ্ঠার সূত্র ধরে ২০০৪ সালে ডেল্টা লাইফের পরিচালকদের মধ্যে বিরোধ দেখা দেয়। এই বিরোধকে কেন্দ্র করে উচ্চ আদালতে একটি রিট মামলা দায়ের করা হয়। এর ভিত্তিতে আদালত কোম্পানির এজিএম আয়োজনের ওপর স্থগিতাদেশ জারি করে। গত ৭ বছর ধরে নিষ্পত্তি না হওয়ায় বিনিয়োগকারীদের কোন লভ্যাংশও দিতে পারেনি কোম্পানিটি।
সূত্র জানায়, গত সপ্তাহে মামলা নিষ্পত্তি করে উচ্চ আদালত ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যনত্ম সব এজিএম সম্পন্ন করার নির্দেশ দেয়। এরপর গত রবিবার কোম্পানির পরিচালনা পর্ষদের জরম্নরী বৈঠকে ২০০৪ সালের এজিএমের তারিখ নির্ধারণ করা হয়। মামলা শুরম্নর আগেই ওই বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করে ৩০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস শেয়ার প্রদানের সিদ্ধানত্ম নেয়া হয়েছিল। তবে এজিএমের আগেই আদালতের নিষেধাজ্ঞা চলে আসায় ওই ঘোষণা স্থগিত করা হয়েছিল। এ কারণে পূর্বঘোষিত লভ্যাংশ বহাল রেখেই আগামী ২২ আগস্ট এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই এজিএমের জন্য ২০ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে ডেল্টা লাইফের ব্যবস্থাপনা পরিচালক দাস দেবা প্রসাদ বলেন, হিসাব বছর শেষ হওয়ার পরপরই ২০০৪ সালের লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল।