ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির নামে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন তৈরি করছেন তাঁর ভক্তরা। স্মার্টফোনটির নাম ‘স্মার্ট নমো’। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাকে কাজে লাগাতে তাঁর ভক্তরা ‘স্মার্ট নমো’ নামের একটি ওয়েবসাইট খুলেছেন। এ সাইটে একই নামে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন বাজারে আনার তথ্য প্রকাশিত হয়েছে। ৫ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটি এক দশমিক পাঁচ গিগাহার্টজ প্রসেসর, এক গিগাবাইট র্যাম ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে।
গুজরাটে স্মার্টফোন তৈরির প্ল্যান্ট বসানোর পরিকল্পনাও করেছে ‘স্মার্ট নমো’ নামের এ প্রতিষ্ঠানটি। স্মার্টফোন বিপণনের পরিকল্পনা হিসেবে নরেন্দ্রমোদীর স্বাক্ষরযুক্ত বিশেষ ‘স্মার্ট নমো’ সংস্করণের স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনাও করেছে প্রতিষ্ঠানটি।
|স্মার্ট নমো এক হাজার রুপি থেকে ১৬ হাজার রুপির মধ্যে বিভিন্ন মুঠোফোন বাজারে আনার পরিকল্পনা করেছে। এতে নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি বিভিন্ন অ্যাপ্লিকেশন বিল্ট ইন থাকবে। অবশ্য নরেন্দ্র মোদীর অনুমতি পেলেই তবে ‘স্মার্ট নমো’ বাজারে আনবে প্রতিষ্ঠানটি।