শেয়ারবাজার :::: চলতি মাসেই রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংযোজিত পাজেরো স্পোর্টস কার বাজারজাত করার ঘোষণা দিয়ে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, এরইমধ্যে প্রগতি কারখানা পর্যায়ে পাজেরো স্পোর্টস কার সংযোজনের কাজ শেষ করেছে। পাশাপাশি আগামী বছর প্রগতি সংযোজিত সেডান কার বাজারজাত করা হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট মিলনায়তনে ‘‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও দেশের পলিটেকনিক ইন্সটিটিউটগুলোতে জাপান ও জার্মানির শিল্প কারখানার প্রযুক্তিগত সহায়তায় কার, বাস, পিক আপ, ট্রাক, লিফ্ট, জেনারেটর, ডিজিটাল মিটার, এসি, কম্পিউটার, মটর সাইকেলসহ ন্যূনতম ১০ টি পণ্য সংযোজন ও বিপণনের মাধ্যমে দেশে উৎপাদনমুখী শিক্ষা বিস্তার ও শিল্প বিপ্লব সংঘটন” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ ঘোষণা দেন।
বাংলাদেশ শিল্প ও উন্নয়ন পরিষদ (ইওউঈ) এ সেমিনার আয়োজন করে।
একইদিন সরকারের এক তথ্য বিবরণীতে এসব কথা বলা হয়।