শেয়ারবাজার :::: পুঁজিবাজারের স্থিতিশীলতা বজায় রাখতে এসইসিসহ অন্যান্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে প্রতি তিন মাস পরপর (প্রান্তিক) সমন্বয় বৈঠক করবে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার এক সমন্বয় বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ কথা জানান।
তিনি বলেন, "প্রতি প্রান্তিকে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে নিয়ে বৈঠকে বসা হবে। বাজারের অস্থিতিশীলতা এড়াতে তথ্য আদান-প্রদানে প্রয়োজনে এর আগেও এসব বৈঠকের আয়োজন করা হবে।"
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (এসইসি), দুই স্টক এক্সচেঞ্জ, ইন্সুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটিজ (আইডিআরএ), রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজের (আরজেএসসি) প্রতিনিধিরা ওই বৈঠকে অংশ নেবে বলেও জানান জাহাঙ্গীর।
বৃহস্পতিবারের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, কোম্পানিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আজকের বৈঠকে প্রস্তাবিত অর্থনৈতিক প্রতিবেদন বিধিমালা অনুমোদন দেওয়া হয়েছে।
"আমরা বন্ড মার্কেট ব্যবস্থা প্রণয়ন করতে চাচ্ছি এবং এক্ষেত্রে আইডিআরএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।"
বন্ডের জন্য নতুন বাজার করা গেলে জীবন বীমা প্রতিষ্ঠানগুলো সেকেন্ডারি মার্কেট থেকে বন্ড কিনতে পারবে বলেও জানান জাহাঙ্গীর।
বহুস্তর বিপণন (এমএলএম) প্রতিষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, বিতর্কের কারণে আরজেএসসি নতুন করে কোনো এমএলএম প্রতিষ্ঠানকে নিবন্ধন দিচ্ছে না।
গত দেড় বছর ধরে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়নি জানিয়ে এসইসির সদস্য হেলালুদ্দিন নেজামী বলেন, "এ ধরনের বৈঠক কেন্দ্রীয় ব্যাংককে বাজারবান্ধব মুদ্রানীতি গ্রহণে সাহায্য করবে।"
এসইসি'র কার্যক্রম তদারকির জন্য সরকার শিগগির টাস্কফোর্স গঠন করবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার এক সমন্বয় বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ কথা জানান।
তিনি বলেন, "প্রতি প্রান্তিকে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে নিয়ে বৈঠকে বসা হবে। বাজারের অস্থিতিশীলতা এড়াতে তথ্য আদান-প্রদানে প্রয়োজনে এর আগেও এসব বৈঠকের আয়োজন করা হবে।"
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (এসইসি), দুই স্টক এক্সচেঞ্জ, ইন্সুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটিজ (আইডিআরএ), রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজের (আরজেএসসি) প্রতিনিধিরা ওই বৈঠকে অংশ নেবে বলেও জানান জাহাঙ্গীর।
বৃহস্পতিবারের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, কোম্পানিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আজকের বৈঠকে প্রস্তাবিত অর্থনৈতিক প্রতিবেদন বিধিমালা অনুমোদন দেওয়া হয়েছে।
"আমরা বন্ড মার্কেট ব্যবস্থা প্রণয়ন করতে চাচ্ছি এবং এক্ষেত্রে আইডিআরএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।"
বন্ডের জন্য নতুন বাজার করা গেলে জীবন বীমা প্রতিষ্ঠানগুলো সেকেন্ডারি মার্কেট থেকে বন্ড কিনতে পারবে বলেও জানান জাহাঙ্গীর।
বহুস্তর বিপণন (এমএলএম) প্রতিষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, বিতর্কের কারণে আরজেএসসি নতুন করে কোনো এমএলএম প্রতিষ্ঠানকে নিবন্ধন দিচ্ছে না।
গত দেড় বছর ধরে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়নি জানিয়ে এসইসির সদস্য হেলালুদ্দিন নেজামী বলেন, "এ ধরনের বৈঠক কেন্দ্রীয় ব্যাংককে বাজারবান্ধব মুদ্রানীতি গ্রহণে সাহায্য করবে।"
এসইসি'র কার্যক্রম তদারকির জন্য সরকার শিগগির টাস্কফোর্স গঠন করবে বলেও জানান তিনি।