আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা আজ রোববারের হরতালেও চলেছে সহিংসতা, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা। সহিংসতা ও সংঘর্ষে গতকাল রাত থেকে আজকের হরতালে প্রাণ গেছে আটজনের। গতকাল জামায়াতের সহিংসতায় নোয়াখালী ও নীলফামারীতে ১০ জন নিহত হন। এ নিয়ে গত বৃহস্পতিবার রাতে রায় কার্যকরের পর থেকে আজ শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ২৫ জনের প্রাণ গেল। আজকের হরতালে সহিংসতায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পৃথক সংঘর্ষে আওয়ামী লীগ নেতা ও উপজেলা শিবিরের সভাপতিসহ চারজন, জয়পুরহাটে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে জামায়াতের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া লক্ষ্মীপুরে আওয়ামী লীগের নেতা মিরাজুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিবার ও আওয়ামী লীগের অভিযোগ, জামায়াতের সশস্ত্র সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। গতকাল রাতে সিলেটে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর পাটগ্রামে চারজন নিহত লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সরেয়ার বাজারে আজ পৃথক সংঘর্ষে আওয়ামী লীগের নেতা এবং উপজেলা শিবিরের সভাপতিসহ চারজন নিহত হন। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহত ব্যক্তিরা হলেন শিবিরের মনিরুল ইসলাম (২৫), আবদুর রহিম (২৬) ও সাজু মিয়া (২২)। এ ছাড়া আওয়ামী লীগের নেতা মিন্টু (৩০)। তমির উদ্দিনের ছেলে মনিরুল পাটগ্রাম উপজেলা শিবিরের সভাপতি। পাটগ্রাম সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। করিম আলীর ছেলে আবদুর রহিমও শিবিরের কর্মী বলে জানা গেছে। সাজু মিয়ার বাবার নাম মোক্তার আলী। তিনিও শিবিরের কর্মী বলে দাবি করেছে পুলিশ। মিন্টু পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক। জয়পুরহাটে সংঘর্ষে নিহত ২ জয়পুরহাট সদর উপজেলায় আজ রোববার বিকেলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে কমপক্ষে দুজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ এক নারী ও মাদ্রাসাপড়ুয়া এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। পুরানাপৈল ইউনিয়নের হালুত্তি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জয়পুরহাট পৌর এলাকায় কাল ভোর ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিহত দুজন হলেন জলাতুল গ্রামের বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে সাকিব হোসেন ও স্থানীয় বাসিন্দা ফিরোজ হোসেন। ফিরোজ হোসেন একজন ভ্যানচালক বলে জানা গেছে।
Blog Archive
-
▼
2013
(195)
-
▼
December
(54)
-
▼
Dec 15
(15)
- ➤ ভিক্ষুকের আয় সাড়ে ৪৫ লাখ টাকা- Culture
- ➤ ল্যাপটপ ও নেটবুক কম্পিউটারের দাম- Technology
- ➤ বিশ্বের দীর্ঘতম জাতীয় পতাকা তৈরির ঘোষণা-Culture
- ➤ প্রাণ গেছে আটজনের- মোট ২৫ জনের প্রাণ গেল-Hartal...
- ➤ দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত-Government
- ➤ Politics# অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্...
- ➤ ববি হাজ্জাজকে ছেড়ে দিয়েছে রেপিড অ্যাকশন ব্যাটালি...
- ➤ মঙ্গলবার থেকে সারা দেশে বিশেষ অভিযানে চালানো হবে...
- ➤ পরকালের পাসপোর্ট নামে একটি বই
- ➤ বাংলাদেশ আক্রমণের জন্য নিজেদের সরকারের প্রতি আহ্...
- ➤ দুটি শর্ত পূরণের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চে...
- ➤ (র্যাব) এয়ার পেট্রল টিম -Rap- Politics- Hartal
- ➤ ৩টি আসনে জাপার তিন প্রার্থী- JP-EelectionBD-Poli...
- ➤ রাজপথে নেমে এসে হরতাল, অবরোধ ও সহিংসতার প্রতিবাদ...
- ➤ কাদের মোল্লা যে যুদ্ধাপরাধী ছিলেন তার প্রমান পাক...
-
▼
Dec 15
(15)
-
▼
December
(54)
- ► 2011 (2088)