সাদা পতাকা হাতে হাতে রাজপথে নেমে এসে হরতাল, অবরোধ ও সহিংসতার প্রতিবাদ জানালেন ব্যবসায়ীরা, চাইলেন শান্তি, ঐক্য ও রাজনৈতিক সমঝোতা। আজ রোববার জামায়াতে ইসলামীর হরতাল-নাশকতার মধ্যেই নিরাপত্তার দাবি নিয়ে রাজধানীসহ সারা দেশে এই কর্মসূচি পালন করেন ব্যাবসায়ীরা। রোববার সকাল ১১ টায় তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ভবনের সামনে মানববন্ধনের পর ব্যবসায়ীদের একটি মিচিল বের হয়। মিছিলটি শেষ হয় মতিঝিলের এফবিসিসিআই ভবনের সামনে গিয়ে। একই সময়ে সাদা পতাকা হাতে মিছিল হয় রাজধানীর উত্তরা ও মিরপুরেও। ব্যবসায়ীরা এ কর্মসূচিকে বলছেন প্রতিবাদ-বন্ধন। এফবিসিসিআই ভবনের সামনে এক সমাবেশে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, এই কর্মসূচির মধ্য দিয়ে প্রধান দুই দলের কাছে একটা বার্তা গেল। আমরা বলতে চাই, ব্যবসায়ীরা শান্তি চায়। শান্তি প্রতিষ্ঠা না হলে ব্যবসায়ীরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আকরাম উদ্দিন আহমেদ বলেন, দুই দল সমঝোতায় এলে জাতির জন্য শান্তি আসবে। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানও সম্ভব হবে। আমরা হরতাল-অবরোধমুক্ত বাংলাদেশ চাই, আমরা সবার জন্য শান্তি চাই, সব সহিংসতার অবসান চাই। হরতাল-অবরোধেও সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হবে জানিয়ে সরকারের কাছে নিরাপত্তা চান এফবিসিসিআই সভাপতি। দেশের এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অনেকেই ঋণের কিস্তি শোধ করতে পারছেন না। কোনো ব্যবসায়ী ঋণের কিস্তি শোধ করতে ব্যর্থ হলে আপাতত তাকে ঋণখেলাপী ঘোষণা না করতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানান তিনি। বিজিএমইএ এর পরিচালক শেখ আতিয়ার রহমান বলেন, চলমান রাজনৈতিক অচলাবস্থার কারনে বাংলাদেশের রপ্তানির বৃহত খ্যাত গার্সেন্টস চরম ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কেন মুহুর্তে এ খ্যাত বন্ধ হয়ে যাবে। রাজনৈতিক কারনে এ অচলাবস্থার মুক্তি চাই। এ জন্য নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে সাদা পতাকা নিয়ে কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান তিনি। ব্যাবসায়ীদের বিভিন্ন সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন, কাভার্ড ভ্যান ট্রাক পণ্যপরিবহন মালিক সমিতি ও গার্ন্টেস এক্সিকিউভ এসোসিয়েশনও কর্মসূচিতে অংশ নেন। রাজধানীর ছাড়াও দেশের অন্যান্য জেলা শহরগুলোতেও একই কর্মসূচি পালন করছেন ব্যাবসায়ীরা।
Blog Archive
-
▼
2013
(195)
-
▼
December
(54)
-
▼
Dec 15
(15)
- ➤ ভিক্ষুকের আয় সাড়ে ৪৫ লাখ টাকা- Culture
- ➤ ল্যাপটপ ও নেটবুক কম্পিউটারের দাম- Technology
- ➤ বিশ্বের দীর্ঘতম জাতীয় পতাকা তৈরির ঘোষণা-Culture
- ➤ প্রাণ গেছে আটজনের- মোট ২৫ জনের প্রাণ গেল-Hartal...
- ➤ দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত-Government
- ➤ Politics# অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্...
- ➤ ববি হাজ্জাজকে ছেড়ে দিয়েছে রেপিড অ্যাকশন ব্যাটালি...
- ➤ মঙ্গলবার থেকে সারা দেশে বিশেষ অভিযানে চালানো হবে...
- ➤ পরকালের পাসপোর্ট নামে একটি বই
- ➤ বাংলাদেশ আক্রমণের জন্য নিজেদের সরকারের প্রতি আহ্...
- ➤ দুটি শর্ত পূরণের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চে...
- ➤ (র্যাব) এয়ার পেট্রল টিম -Rap- Politics- Hartal
- ➤ ৩টি আসনে জাপার তিন প্রার্থী- JP-EelectionBD-Poli...
- ➤ রাজপথে নেমে এসে হরতাল, অবরোধ ও সহিংসতার প্রতিবাদ...
- ➤ কাদের মোল্লা যে যুদ্ধাপরাধী ছিলেন তার প্রমান পাক...
-
▼
Dec 15
(15)
-
▼
December
(54)
- ► 2011 (2088)