জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজকে ছেড়ে দিয়েছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ রোববার সন্ধ্যায় ববির পরিবারের একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান আজ সকালেই প্রথম আলো ডটকমকে জানিয়েছিলেন, জিজ্ঞাসাবাদ শেষে ববি হাজ্জাজকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু তাকে র্যাব আটক করেছে বলে পরিবারের পক্ষ থেকে তখনও দাবি করা হয়। গতকাল শনিবার তাঁর পরিবারের একটি সূত্র জানায়, হাজ্জাজকে র্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে র্যাবের পক্ষ থেকে তখন এ বিষয়টি কেউ নিশ্চিত করেননি। শনিবার বিকেল চারটায় র্যাব-১-এর কার্যালয় থেকে ববি হাজ্জাজকে দেখা করতে বলা হয়। এরপর তিনি বিকেল পাঁচটায় এরশাদের পক্ষ হয়ে সংবাদ সম্মেলন করেন। পরে আবারও তাঁকে র্যাব কার্যালয়ে ডেকে পাঠানো হয়। তাঁকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে শনিবার রাতে ওই সূত্রটি দাবি করেছিল। ববি হাজ্জাজ জাতীয় পার্টির রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক উইংয়ের প্রধান এবং এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এইচ এম এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়ার পর গত শুক্রবার এক বিবৃতিতে ববি বলেছিলেন, এরশাদ তাঁকে মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন। শনিবারও মুখপাত্র হিসেবে সংবাদ সম্মেলনে এরশাদের নির্বাচনে অংশ না নেওয়া এবং বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন তিনি।
Blog Archive
-
▼
2013
(195)
-
▼
December
(54)
-
▼
Dec 15
(15)
- ➤ ভিক্ষুকের আয় সাড়ে ৪৫ লাখ টাকা- Culture
- ➤ ল্যাপটপ ও নেটবুক কম্পিউটারের দাম- Technology
- ➤ বিশ্বের দীর্ঘতম জাতীয় পতাকা তৈরির ঘোষণা-Culture
- ➤ প্রাণ গেছে আটজনের- মোট ২৫ জনের প্রাণ গেল-Hartal...
- ➤ দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত-Government
- ➤ Politics# অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্...
- ➤ ববি হাজ্জাজকে ছেড়ে দিয়েছে রেপিড অ্যাকশন ব্যাটালি...
- ➤ মঙ্গলবার থেকে সারা দেশে বিশেষ অভিযানে চালানো হবে...
- ➤ পরকালের পাসপোর্ট নামে একটি বই
- ➤ বাংলাদেশ আক্রমণের জন্য নিজেদের সরকারের প্রতি আহ্...
- ➤ দুটি শর্ত পূরণের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চে...
- ➤ (র্যাব) এয়ার পেট্রল টিম -Rap- Politics- Hartal
- ➤ ৩টি আসনে জাপার তিন প্রার্থী- JP-EelectionBD-Poli...
- ➤ রাজপথে নেমে এসে হরতাল, অবরোধ ও সহিংসতার প্রতিবাদ...
- ➤ কাদের মোল্লা যে যুদ্ধাপরাধী ছিলেন তার প্রমান পাক...
-
▼
Dec 15
(15)
-
▼
December
(54)
- ► 2011 (2088)