টানা অবরোধের পর শুক্র ও গতকাল শনিবার জমজমাট ছিল ঢাকার প্রযুক্তি বাজার। বিক্রেতারা জানান, বাজারে ক্রেতা থাকায় ল্যাপটপ ও নেটবুক কম্পিউটারের বিক্রি বরাবরের মতো ভালো। এক মাসে ল্যাপটপের দাম কমলেও নেটবুক কম্পিউটারের দামের তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। গতকাল বাজার থেকে পাওয়া ল্যাপটপ ও নেটবুকের দাম নিচে দেওয়া হলো। ল্যাপটপ এইচপি: কমপ্যাক সিকিউ৪৩-৪০০টিইউ ডুয়াল কোর ২.২০ গি.হা. প্রসেসর ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩২,০০০ টাকা। প্যাভিলিয়ন জি৬ ২৩১১টিইউ,২.৬ গি.হা. প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৪৯,০০০ টাকা। প্রোবুক পি৪৪৪০এস কোর আই৩ ২.৪ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৪৫,০০০ টাকা। ডেল: ইন্সপায়রন এন৩৪২০, কোর আই৫ ২.৫ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৪৩,০০০ ও এন৪০৫০, কোর আই৫ ২.৪ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৪৫,৮০০ টাকা। আসুস: এক্স৪৫০সিএ ১.৮ গি.হা. কোর আই৩, ৭৫০ গি.বা. হার্ডডিস্ক, ৩৮,০০০ টাকা। এ৪৪এইচ ২.২০ গি.হা. বি৯৬০ ডুয়াল কোর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩১,৫০০ ও কে৫৫এ ২.৬০ গি.হা. কোর আই৫, ৭৫০ গি.বা. হার্ডডিস্ক, ৪৯,০০০ টাকা। এসার: অ্যাস্পায়ার ভি৫-৪৩১, ১.৫ গি.হা. ডুয়াল কোর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৩,৮০০ ও ৫৭৫৫ ২.৩ গি.হা. কোর আই৩ ৬৪০ গি.বা. হার্ডডিস্ক, ৪৮,৩০০ টাকা। অ্যাস্পায়ার ই১-৫৭২, ১.৬ গি.হা. কোর আই৫, ৭৫০ গি.বা. হার্ডডিস্ক, ৪৮,৩০০ টাকা। অ্যাপল: ম্যাকবুক এয়ার, ১.৩ গি.হা. কোর আই৫ ১২৮ গি.বা. হার্ডডিস্ক ৯৭,৫০০ টাকা। ম্যাকবুক প্রো ২.৫ গি.হা. কোর আই৫, ৫০০ গি.বা. হার্ডডিস্ক ১,১৫,০০০ টাকা। স্যামসাং: এনপি৩৫০ভি৪এক্স-এ০৭বিডি, ২.৫ গি.হা. কোর আই৩, ৫০০ গি.বা. ৩৭,৫০০ ও এনপি৩০০ই৪ভি ২.৫ গি.হা. কোর আই৩, ৭৫০ গি.বা. হার্ডডিস্ক, ৪০,৫০০ টাকা। লেনোভো: জি৪০০, ২.৪০ গি.হা. কোর আই৩, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৬,০০০ ও জি৪৮০, ২ গি.হা. কোর আই৫, ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৪৪,৫০০ টাকা। ফুজিৎ সু: এলএইচ৫৩১ বি৯৬০, ২.২ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩০,৫০০ ও এলএইচ৫৩২ ২.৪ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৩৬,০০০ টাকা। তোশিবা: স্যাটেলাইট এল৮৪০ডি, ২.৫ গি.হা. কোর আই৩ ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৮,৫০০ ও স্যাটেলাইট বি৪০, ২.৪ গি.হা. কোর আই৩ ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩৭,৫০০ টাকা। সনি: ভায়ো এসভিই১৪১২২ সিভিবি, ২.৪০ গি.হা. কোর আই৩ ৩২০ গি.বা. হার্ডডিস্ক, ৫৬,৫০০ ও ভায়ো এসভিই১৪১৩৩ সিভিবি, ২.৫ গি.হা. কোর আই৩ ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ৬২,০০০ টাকা। নেটবুক এসার: অ্যাস্পায়ার ওয়ান ডি২৭০, ১.৬০ গি.হা. ৩২০ গি.বা. হার্ডডিস্ক, ২৩,৬০০ ও ওয়ান ৭২৫ এএমডি সি৬০, ১.০ গি.হা. ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ২৬,৩০০ টাকা। আসুস: এক্স২০০সিএ ইন্টেল সিডিসি ১০৭ইউ, ১.৫০ গি.হা ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ২৫,৫০০; এক্স৪৫১সিএ সিডিসি ১০৭ইউ, ১.৫০ গি.হা ৫০০ গি.বা. হার্ডডিস্ক, ২৫,৭০০ টাকা। স্যামসাং: অ্যাটম এন২১০০,১.৬ গি.হা. ৩২০ গি.বা ২১,০০০ টাকা। এইচপি: এইচপি মিনি ১১০ ৪১১৭টিইউ, ১.৬ গি.হা. ৩২০ গি.বা. ২৬,০০০ টাকা ও ১১০-৪১১২টিইউ, ১.৬০ গি.হা. প্রসেসর, ৩২০ গি.বা. ২৪,০০০ টাকা।
Blog Archive
-
▼
2013
(195)
-
▼
December
(54)
-
▼
Dec 15
(15)
- ➤ ভিক্ষুকের আয় সাড়ে ৪৫ লাখ টাকা- Culture
- ➤ ল্যাপটপ ও নেটবুক কম্পিউটারের দাম- Technology
- ➤ বিশ্বের দীর্ঘতম জাতীয় পতাকা তৈরির ঘোষণা-Culture
- ➤ প্রাণ গেছে আটজনের- মোট ২৫ জনের প্রাণ গেল-Hartal...
- ➤ দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত-Government
- ➤ Politics# অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্...
- ➤ ববি হাজ্জাজকে ছেড়ে দিয়েছে রেপিড অ্যাকশন ব্যাটালি...
- ➤ মঙ্গলবার থেকে সারা দেশে বিশেষ অভিযানে চালানো হবে...
- ➤ পরকালের পাসপোর্ট নামে একটি বই
- ➤ বাংলাদেশ আক্রমণের জন্য নিজেদের সরকারের প্রতি আহ্...
- ➤ দুটি শর্ত পূরণের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চে...
- ➤ (র্যাব) এয়ার পেট্রল টিম -Rap- Politics- Hartal
- ➤ ৩টি আসনে জাপার তিন প্রার্থী- JP-EelectionBD-Poli...
- ➤ রাজপথে নেমে এসে হরতাল, অবরোধ ও সহিংসতার প্রতিবাদ...
- ➤ কাদের মোল্লা যে যুদ্ধাপরাধী ছিলেন তার প্রমান পাক...
-
▼
Dec 15
(15)
-
▼
December
(54)
- ► 2011 (2088)