পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তি ও বিনিয়োগকারীরা। অন্যথায় বাজারে আরও বড় ধরনের ধসের আশঙ্কা করছেন তাঁরা। আর বাজারের বর্তমান এ অবস্থা চলতে থাকলে বিনিয়োগকারীরা বাজার বিমুখ হবে। ব্রোকারেজ হাউসগুলোও চরম সমস্যায় পড়বে। বাজার-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ এ অভিমত ব্যক্ত করেছে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত ডিসেম্বর-জানুয়ারিতে ভয়াবহ ধসের পর বিনিয়োগকারীদের মধ্যে চরম আস্থার সংকট তৈরি করে। বাজারে তারল্যসংকট দেখা দেয়। গত বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগে বাজারে কিছুটা ইতিবাচক প্রভাব পড়লেও বেশ কিছুদিন ধরে অব্যাহত দরপতনের ঘটনা ঘটছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আবারও আস্থার সংকট সৃষ্টি হয়েছে। অপরদিকে ঈদের পরও দরপতন অব্যাহত থাকায় বাজারে বিনিয়োগকারীদের উপস্থিতিও অনেক কমে গেছে। আর এ অবস্থায় করণীয় ঠিক করতে গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শীর্ষ ৩০ ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে ব্রোকারেজ হাউসগুলোর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সুপারিশ উঠে এসেছে। ডিএসইর বোর্ড মিটিংয়ে সুপারিশগুলো নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে।