(১৮৩৩) সব সুখ এখন চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জে

Monday, September 12, 2011 Unknown

এখন থেকে চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জের সদস্যরা নিজেদের মধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে লেনদেন করতে পারবেন। এ নিয়ে গতকাল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) সঙ্গে সিএসইর একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর ফলে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) আওতায় সিএসইর সদস্যরা ডেবিট এবং ক্রেডিট_উভয় ধরনের লেনদেন সম্পাদন করতে সক্ষম হবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
গতকাল রবিবার ঢাকায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, উন্নত বিশ্বে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ব্যবস্থা একটি জনপ্রিয় ও বহুল ব্যবহৃত তহবিল স্থানান্তর ব্যবস্থা হলেও আমাদের দেশের জন্য এটি নতুন। বর্তমানে উন্নত বিশ্বে লেনদেনের মাধ্যম হিসাবে কাগুজে ইনস্ট্রুমেন্টের ব্যবহার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের তুলনায় নিতান্তই নগণ্য। সেসব দেশে ইএফটির মাধ্যমে দৈনন্দিন জীবনের প্রায় সব লেনদেনই সম্পন্ন করা যায়। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গভর্নর আতিউর রহমান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান ভুঁইয়া এবং চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হুসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, নির্বাহী গভর্নর, শ্রী দাসগুপ্ত অসীম কুমার, চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জের সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম, চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জের ফিন্যান্স বিভাগের প্রধান ও কম্পানির সচিব আহমেদ দাউদ প্রমুখ।

Blog Archive