বাজেটে শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের যে সুযোগ দেওয়া হয়েছিল, তা কার্যকর রয়েছে কি-না তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ঢাকা স্টক এঙ্চেঞ্জ (ডিএসই)। ডিএসইর সদস্য শীর্ষ ৩০ ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহীদের সঙ্গে পরিচালনা পর্ষদের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সভাপতি শাকিল রিজভী এ সংশয়ের কথা জানান।
সংবাদ সম্মেলনে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সৃষ্ট বিভ্রান্তি দূর করার আহ্বান জানিয়ে ডিএসই সভাপতি বলেন, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাজারে শেয়ারের দর ব্যাপক হারে কমে গিয়েছিল। সেই প্রেক্ষিতে বাজেটে শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হয়। সরকারের সেই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের জন্য মানসিক শক্তি জুগিয়েছে। এতে জুলাই মাসে বাজার ঊর্ধ্বমুখী হয়। কিন্তু এর পরই বিষযটি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। বাজেটে যে সুযোগ দেওয়া হয়েছিল, তা বহাল আছে কি-না_সে বিষয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি সরকারকে এই বিভ্রান্তি নিরসনের আহ্বান জানান।