দুর্নীতি কমাতে পারলে জাতীয় প্রবৃদ্ধির হার দুই অঙ্কে নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক গওহর রিজভী।
তিনি বলেছেন, দেশে মানুষের দুর্নীতি করার প্রবণতা কমিয়ে ফেললে জাতীয় প্রবৃদ্ধির হার এককের ঘর থেকে দশকের ঘরে নিয়ে যাওয়া সম্ভব।
সোমবার হোটেল ওয়েস্টিনে এক মধ্যাহ্ন ভোজের আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গওহর রিজভীর সম্মানে মধ্যাহ্ন ভোজটির আয়োজন করে বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স (বিজিসিসিআই)।
অধ্যাপক গওহর সাংবাদিকদের ইতিবাচক সাংবাদিকতা করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি জানি আমাদের নানাবিধ সমস্যা রয়েছে। তারপরও আমি বলতে চাই কখনই অর্ধেক ফাঁকা একটি গ্লাসকে ফাঁকা হিসেবে না দেখে অর্ধপূর্ণ হিসেবে দেখলে ইতিবাচক সাংবাদিকতা সম্ভব।’
‘ইন্দো-বাংলা রিলেসন্স-ওপেনিং আপ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ওপরচুনেটিজ’ শীর্ষক ওই আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জার্মান রাষ্ট্রদূত হোরগের মিখাইল, বিজিসিসিআই’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, বিজিসিসিআই’র নির্বাহী পরিচালক ডেনিয়েল সেইডেল প্রমুখ।