সাধারণ বিমা কোম্পানির পরিচালকেরা তাঁদের মালিকানাধীন অন্য কোম্পানির বিমা নিজ কোম্পানিতে করতে পারবেন না। অর্থা ৎ একটি বিমা কোম্পানির পরিচালক তাঁর মালিকানাধীন অন্য প্রতিষ্ঠানের বিমা নিজ বিমা কোম্পানিতে করতে পারবেন না।
এই নিষেধাজ্ঞা আরোপ করে দেশের ৪৩টি সাধারণ বিমা কোম্পানির জন্য গতকাল রোববার একটি পরিপত্র জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। পরিপত্রটি কার্যকর হবে ১৮ সেপ্টেম্বর থেকে।
বিমাশিল্পকে সুসংগঠিত করতে আইডিআরএর দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এবং বিমা গ্রাহক (পলিসিহোল্ডার), শেয়ারহোল্ডার, বিমাশিল্প তথা জনস্বার্থে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, সাধারণ বিমা কোম্পানির পরিচালক, পরিচালকের স্ত্রী বা স্বামী, ছেলে-মেয়ে, পিতা-মাতা, ভাই-বোন এবং নির্ভরশীল অন্য কোনো ব্যক্তির নামে থাকা প্রতিষ্ঠানের বিমা প্রত্যক্ষ বা পরোক্ষ—কোনোভাবেই নিজের বিমা কোম্পানিতে করা যাবে না।