(১৭৩৬) ব্যংকের নতুন

Tuesday, September 06, 2011 Unknown

শেয়ারবাজার   ::::  নতুন ব্যাংক প্রতিষ্ঠা করতে হলে কমপক্ষে ৪০০ কোটি টাকার পরিশোধিত মূলধনের সংস্থান থাকতে হবে। আর লাইসেন্সের জন্য আবেদন করতে হলে আট লাখ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট দিতে হবে বাংলাদেশ ব্যাংকের নামে।
লাইসেন্স পেলে ব্যবসায়িক কার্যক্রম শুরুর তিন বছরের মধ্যে ব্যাংকটিকে শেয়ারবাজারে যেতে হবে। ছাড়তে হবে নতুন করে আরও ৪০০ কোটি টাকার শেয়ার।
বাংলাদেশ ব্যাংক দেশে নতুন ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন এই খসড়া দিকনির্দেশনাটি কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে গতকাল সোমবার প্রকাশ করেছে।
খসড়া অনুযায়ী কোনো ব্যাংক-উদ্যোক্তা কমপক্ষে ব্যাংকটির এক কোটি টাকার শেয়ার কিনবেন এবং কোনো ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান একক বা যৌথভাবে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত শেয়ার ধারণ করতে পারবে ব্যাংকটির।
পরিবার বলতে স্বামী-স্ত্রী, পিতা, মাতা, পুত্র, কন্যা, ভাই, বোন এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের বোঝানো হয়েছে। সর্বোচ্চ ১০ শতাংশ শেয়ার ধারণের এই শর্ত শিথিল হতে পারে বিদেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ বিনিয়োগে ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে।

Blog Archive