শেয়ারবাজার :::: বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের কার্যক্রমে চরম অসন্তোষ প্রকাশ করেছেন গভর্নর ড. আতিউর রহমান।
মঙ্গলবার ব্যাংকের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন।
এ সময় তিনি বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, ইলেকট্রনিক মানি ট্রান্সফার নেটওয়ার্ক ও বৈদেশিক বিনিয়োগ বিভাগ পরিদর্শন করেন। ওইসব বিভাগের কাজকর্মে অব্যবস্থাপনা দেখে তিনি বেশ কয়েকজন কর্মকর্তাকে মৌখিকভাবে শোকজ করেন।
এসব অব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী ১৭ সেপ্টেম্বর তিনি একটি জরুরি সভা ডেকেছেন।
পরিদর্শনের সময় বিভিণ্ণ বিভাগ থেকে জনবল সঙ্কটের কথা জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে শিক্ষানবীশ কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন।
তিনি ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও মহাব্যবস্থাপককে নিয়িমিত বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শনের তাগিদ দেন।