ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী কাল সোমবার থেকে এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ১-এর ইউনিটের লেনদেন ডিএসইতে শুরু হবে। এ ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডটির ক্যাটাগরি হবে ‘এ’। এ ছাড়া ডিএসই ট্রেডিং কোড ‘LRGLOBMF1’ এবং ডিএসই কোম্পানি কোড ১২১৮৮।
রোববার ডিএসইর ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে আরও জানা যায়, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ডটির আকার ৩০ কোটি ইউনিট বা ৩০০ কোটি টাকা। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। এর মধ্যে উদ্যোক্তা অংশের ৫০ কেটি টাকা, প্রি আইপিও প্লেসমেন্ট ১০০ কোটি টাকা ও আইপিওর মাধ্যমে তোলা হয় ১৫০ কোটি টাকা। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।