পুনঃপ্রাথমিক গণপ্রস্তাবের (আরপিও) মাধ্যমে আগামী মাসে বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি আরও ৬২ লাখ ৭৪ হাজার শেয়ার বাজারে ছাড়ছে। এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ব এই প্রতিষ্ঠানটি পূঁজিবাজার থেকে ৩১৩ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করবে।
এর আগে গত ২৩ আগস্ট পূজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি‘জ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(এসইসি) বিএসসি’র আরপিও অনুমোদন করে।
বিএসসি সূত্র জানায় , ৯ অক্টোবর থেকে আরপিওর আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে। ১৩ অক্টোবরের মধ্যে আগ্রহী দেশীয় আবেদনকারীরা নির্ধারিত ব্যাংকে আবেদনপত্র জমা দিয়ে শেয়ার প্রতি ইস্যু মূল্য (সাবস্ক্রিপশন মানি) পরিশোধ করতে হবে। তবে প্রবাসী আবেদনকারীরা ইস্যু মূল্য পরিশোধের জন্য ২২ অক্টোবর পর্যন্ত সময় পাবেন। ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৪০০ টাকা প্রিমিয়ামসহ ৫০০ টাকা জমা নেওয়া হবে। প্রতি লটে থাকবে পাঁচটি শেয়ার।
পুঁজিবাজার থেকে সংগৃহীত এই অর্থ দিয়ে একটি মাদার অয়েল ট্যাংকারসহ দুটি জাহাজ কিনবে বিএসসি।