শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে ১৫ দফা দাবি পেশ করেছেন বিনিয়োগকারীরা। আজ রোববার দুপুরে এসইসির চেয়ারম্যান খায়রুল হোসেনের সঙ্গে দেখা করে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে এই দাবি পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে অন্যতম হলো— ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময়সীমা ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো; বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রস্তাবিত ব্যাংক কোম্পানি আইনে ব্যাংকগুলোর পরিশোধিত মূলধনের ২৫ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগের যে প্রস্তাব করা হয়েছে, তা প্রত্যাহার করা; মিউচুয়াল ফান্ডগুলোর মূলধনের ৮০ শতাংশ অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ; মার্চেন্ট ব্যাংকগুলো ও আইসিবিকে পূর্ণ পেশাদারির পরিচয় দেওয়া; বৃহত্ পুঁজির বিনিয়োগকারীদের মামলার ভয় না দেখানো; পুঁজিবাজারের সঠিক সূচক নির্ধারণ ও মার্জিন ঋণের সুদ মওকুফ। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহাদাত উল্লাহ ফিরোজ বলেন, ‘আমরা এসইসির কাছে ১৫ দফা দাবি পেশ করেছি। এসইসির পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নের ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে।’