(২০৪৭) আগ্রহ প্রকাশ করেছে একটি ব্রিটিশ কোম্পানি

Thursday, September 22, 2011 Unknown

আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাঁচটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে একটি ব্রিটিশ কোম্পানি।

ব্রিটেনের টিঅ্যান্ডআর সোলার উইন্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ ব্যানডি বুধবার পরিকল্পনা কমিশনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে এ কথা জানান।

আগ্রহ প্রকাশ করা ওই পাঁচটি সৌরবিদ্যুৎ কেন্দ্রে মোট ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। স্টিভের আশাবাদ, আগামীতে ডিজেল বা গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র অনেক ব্যয়বহুল হয়ে যাওয়ায় নবায়ণযোগ্য জ্বালানির দিকেই সবাইকে ঝুঁকতে হবে। এ ক্ষেত্রে সৌরবিদ্যুৎ হতে পারে অন্যতম প্রধান নির্ভরযোগ্য জ্বালানি।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে সৌর বিদ্যুৎ ব্যয়বহুল হলেও দীর্ঘমেয়াদে এটি লাভজনক।’

স্টিভ সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে শ্রমিক অনেক সস্তা। তাছাড়া এখানে দক্ষ প্রকৌশলীও রয়েছে। শ্রমিক ও প্রকৌশলীদের এই বাড়তি সহায়তা নিয়ে যদি সৌরবিদ্যুৎ স্থাপনের সব ধরনের যন্ত্রাংশ এদেশে উৎপাদন করা যায়, তাহলে এ ধরনের বিদ্যুতের উৎপাদন ব্যয় অনেক কমে যাবে।’

আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে চীনের সস্তা প্রযুক্তি মানুষ সহজেই কিনছে। তবে সেসব প্রযুক্তির মান আদৌ ভালো নয় বলে মন্তব্য করে টিঅ্যান্ডআরের প্রধান বলেন, ‘বাংলাদেশে সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ উৎপাদনের কারখানা স্থাপন করা গেলে চীনের চেয়ে সস্তায় ও গুনগত সম্পন্ন পণ্য উৎপাদন করা সম্ভব।’   

১৯৫১ সালে স্থাপিত ব্রিটিশ কোম্পানি টিঅ্যান্ডআরের এশিয়া, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশের ৫৪টি দেশে ব্যবসা রয়েছে। আগামীতে এই ব্যবসার প্রসার তারা আরও বাড়াতে চায়।

স্টিভ জানান, বাংলাদেশে শুধু সৌরবিদ্যুতই নয়, বায়োবিদ্যুতেরও বিশাল সম্ভাবনা রয়েছে। কেননা এদেশে বিশাল উপকূলীয় এলাকায় রয়েছে। এই বিস্তৃত এলাকাজুড়ে সহজেই বায়োবিদ্যুৎ নির্মাণ করা যায়।’

ঘূর্ণিঝড়, সিডরের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বায়োবিদ্যুৎ টেকসই হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সঠিকভাবে নির্মিত হলে বায়োবিদ্যুতের টাওয়ার কখনোই ক্ষতিগ্রস্থ হবে না।’

স্টিভ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে সচিবালয়ে বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ, এলজিইডি সচিব আবু আলম মো. শহীদুল্লাহ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান আলমগীর কবির, ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আবুল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তারা সৌর ও বায়োবিদ্যুতের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। সেই সঙ্গে এ ধরনের বিনিয়োগে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা।

Blog Archive