গতকাল ডিএসইর লেনদেন করা কম্পানির মধ্যে মূল্য বৃদ্ধির শীর্ষে ছিল এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের শেয়ার। গতকাল এর দর বেড়েছে ০ দশমিক ৬০ টাকা বা ৬.৩৮ শতাংশ। সারা দিনে মাত্র একবারে ৫০০টি শেয়ার লেনদেন হয়, যার বাজার মূল্য পাঁচ হাজার টাকা। গতকাল দিনের শেষে এর দর ছিল ১০ টাকা। 'এ' ক্যাটাগরিভুক্ত এ মিউচ্যুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা। গত ১৯ সেপ্টেম্বর থেকে এই মিউচ্যুয়াল ফান্ডটির লেনদেন শুরু হয়। তালিকাভুক্তির পর এখনো কোনো নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়নি। গত ১৫ সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী খরচ মূল্যভিত্তিক ইউনিটপ্রতি নিট সম্পদ ছিল ১০ দশমিক ৫২ টাকা এবং বাজার মূল্যের ভিত্তিতে তা ছিল ১০ দশমিক ৪১ টাকা। বর্তমানে কম্পানির পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা।