শেয়ারবাজার :::: ...
(১৭১৮) সরাসরি বৈদেশিক বিনিয়োগ
বৈশ্বিক মন্দার প্রভাব কাটিয়ে ওঠার পর নানা প্রতিকূলতা সত্ত্বেও দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বাড়ছে।
গত পঞ্জিকা বছরে (২০১০) যেখানে ভারত ও পাকিস্তানসহ প্রতিবেশী অনেক দেশে এফডিআই প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ঋণাত্মক, সেখানে বাংলাদেশে পূর্ববর্তী বছরের তুলনায় এফডিআই প্রবৃদ্ধি হয়েছে ৩০ শতাংশ।
‘ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট’ (আঙ্কটাড)-এর ২০১১ সালের ‘বিশ¡ বিনিয়োগ প্রতিবেদন’ অনুযায়ী,...
(১৭১৭) মতিঝিল ব্যংকপাড়া থেকে
মতিঝিল ব্যংকপাড়া থেকে: ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে
ছবি:কাশেম হারুন দেখা যায় গ্রাহকদের প্রচণ্ড ভিড়। খোলার সঙ্গে সঙ্গেই গ্রাহকরা লেনদেনের জন্য ব্যাংকগুলোতে ভিড় জমাতে থাকে।
তবে টাকা জমা দেওয়ার চেয়ে টাকা তোলার পরিমাণ বেশি বলে জানিয়েছেন ব্যাংকাররা। এর মধ্যে নতুন টাকার চাহিদাটাই...
(১৭১৬) প্রবাহ যৌক্তিক পর্যায়ে বাজায় রাখার স্বার্থে
শেয়ারবাজার :::: তারল্য প্রবাহ যৌক্তিক পর্যায়ে বাজায় রাখার স্বার্থে কমিটি মুদ্রা ও নিয়ন্ত্রণকারী সংস্থা কর্তৃক গৃহীত সিদ্ধান্ত সমূহ পর্যবেক্ষণ পূর্বক প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।
এছাড়া সরকারি শেয়ার অফলোড এবং অবকাঠামো উন্নয়নে তহবিল সংগ্রহের নিমিত্তে নতুন সিকিউরিটিজ ইস্যুর বিষয়ে এবং বাজার মনিটরিং ও সার্ভিইলেন্স ব্যবস্থাকে জোরদার করার জন্য কমিটি প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক সুপারিশ...
(১৭১৪) এসইসির সূত্রে জানা গেছে, ঈদের পরই
শেয়ারবাজার :::: এসইসির সূত্রে জানা গেছে, ঈদের পরই এ বৈঠক করবে এসইসি। সমন্বয় কমিটির সভাপতি ও এসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া এসইসির ৪ জন সদস্য, ব্যাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব, দুই স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বৈঠকে উপস্থিত থাকবেন।
এ কমিটির...
(১৭১৪) মন্বিত কমিটির বৈঠক করার সিদ্ধান্ত
শেয়ারবাজার :::: পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদী স্থিতিশীল ও স্বভাবিক করার লক্ষ্যে ঈদের পরই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) গঠিত সমন্বিত কমিটির বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
এ বৈঠকে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, পুঁজিবাজারে তারল্য সংকট মোকাবেলা, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং শেয়ার বৃদ্ধির সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যলোচনা করা হ...
(১৭১২) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে ■¥■ (১৭১৩) SPECIAL ON TRANSIT An opportunity, don’t mess it up
চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাই মাসে দেশে পণ্য আমদানির জন্য ঋণপত্র খোলার পরিমাণ কমে গেছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি বছর জুলাই মাসে ব্যাংকগুলোয় পণ্য আমদানির জন্য প্রায় ২৭৭ কোটি ২২ লাখ ডলারের ঋণপত্র খোলা হয়েছিল। আর গত বছর জুলাই মাসে পণ্য আমদানির ঋণপত্র খোলার পরিমাণ...
(১৭১১) অর্থের প্রলোভন দেখিয়ে
অর্থের প্রলোভন দেখিয়ে মানুষের কিডনি হাতিয়ে নেওয়ার কাজে জড়িত দালাল চক্রের স্থানীয় প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতভর জয়পুরহাটের কালাই উপজেলার কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতেরা হলেন—উপজেলার বহুতি গ্রামের গোলাম মোস্তফা ও আবদুর রহিম ওরফে ফোরকান এবং...
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
- ▼ 2011 (2088)