(১৭১৭) মতিঝিল ব্যংকপাড়া থেকে

Tuesday, August 30, 2011 Unknown

 মতিঝিল ব্যংকপাড়া থেকে: ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে


ছবি:কাশেম হারুন

দেখা যায় গ্রাহকদের প্রচণ্ড ভিড়। খোলার সঙ্গে সঙ্গেই গ্রাহকরা লেনদেনের জন্য ব্যাংকগুলোতে ভিড় জমাতে থাকে।

তবে টাকা জমা দেওয়ার চেয়ে টাকা তোলার পরিমাণ বেশি বলে জানিয়েছেন ব্যাংকাররা। এর মধ্যে নতুন টাকার চাহিদাটাই সবচেয়ে বেশি।

রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিলের সরকারি-বেসরকারি বেশকয়েকটি ব্যাংক ঘুরে প্রায় একই চিত্র দেখা গেছে।

এদিকে অনেক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা শেষ কর্মদিবসে অফিসে এসে নিজেদের উপস্থিতি জানান দিয়েই পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ির উদ্দেশে বেরিয়ে যান।

তবে বেসরকারি ব্যাংগুলোতে এ হার কম হলেও সরকারি ব্যাংকগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী দুপুরের মধ্যেই ছুটি নিয়ে চলে যান।

বিভিন্ন ব্যাংকের এটিএম বুথগুলোতেও দেখা যায় গ্রাহকদের লম্বা লাইন।

Blog Archive