বৈশ্বিক মন্দার প্রভাব কাটিয়ে ওঠার পর নানা প্রতিকূলতা সত্ত্বেও দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বাড়ছে।
গত পঞ্জিকা বছরে (২০১০) যেখানে ভারত ও পাকিস্তানসহ প্রতিবেশী অনেক দেশে এফডিআই প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ঋণাত্মক, সেখানে বাংলাদেশে পূর্ববর্তী বছরের তুলনায় এফডিআই প্রবৃদ্ধি হয়েছে ৩০ শতাংশ।
‘ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট’ (আঙ্কটাড)-এর ২০১১ সালের ‘বিশ¡ বিনিয়োগ প্রতিবেদন’ অনুযায়ী, ২০১০ সালে বাংলাদেশে এফডিআই এসেছে ৯১ কোটি ৩৩ লাখ ডলার।
এটা এর আগের পঞ্জিকা বছরের (২০০৯) তুলনায় ২১ কোটি ৩১ লাখ ডলার বেশি।
উল্লেখ্য, ২০০৯ সালে দেশে এফডিআই প্রবাহের পরিমাণ ছিল ৭০ কোটি ২ লাখ ডলার।
এর আগের পঞ্জিকা বছরে অর্থাৎ ২০০৮ সালে দেশে এফডিআই প্রবাহের পরিমাণ ছিল ১০৮ কোটি ৬৩ লাখ ডলার। এটা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বেশি।
বৈশ্বিক মন্দার কারণে ২০০৯ সালে বাংলাদেশে এফডিআই প্রবাহের পরিমাণ কমে গিয়েছিল বলে আঙ্কটাড প্রতিবেদনে বলা হয়।
তবে শুধু বাংলাদেশ নয়, একই কারণে আলোচ্য বছরে ভারত, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কায়ও এফডিআই প্রবাহ হ্রাস পেয়েছিল।
এদিকে বাংলাদেশ ব্যাংকের মতে, প্রতিবছর যে পরিমাণ এফডিআই দেশে আসে এর একটি উল্লেখযোগ্য অংশ মুনাফা বা লভ্যাংশ হিসেবে বিদেশে চলে যায়।
বছর তিনেক আগে বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত এক সমীক্ষায় দেখানো হয়েছে যে, বছরওয়ারি এফডিআই প্রবাহের প্রায় ৬৫ শতাংশ-ই মুনাফা হিসেবে বাইরে চলে যায়।
খাতওয়ারি হিসেবে ২০১০ সালে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ এসেছে টেলিযোগাযোগ খাতে। গত কয়েক বছর ধরেই এ খাত বৈদেশিক বিনিয়োগের শীর্ষে অবস্থান করছে। এ খাতে বিনিয়োগ হয়েছে প্রায় ৩৬ কোটি ডলার।