শেয়ারবাজার :::: তারল্য প্রবাহ যৌক্তিক পর্যায়ে বাজায় রাখার স্বার্থে কমিটি মুদ্রা ও নিয়ন্ত্রণকারী সংস্থা কর্তৃক গৃহীত সিদ্ধান্ত সমূহ পর্যবেক্ষণ পূর্বক প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।
এছাড়া সরকারি শেয়ার অফলোড এবং অবকাঠামো উন্নয়নে তহবিল সংগ্রহের নিমিত্তে নতুন সিকিউরিটিজ ইস্যুর বিষয়ে এবং বাজার মনিটরিং ও সার্ভিইলেন্স ব্যবস্থাকে জোরদার করার জন্য কমিটি প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক সুপারিশ প্রদান করবে।
এছাড়া কমিটি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বৃদ্ধি ও দীর্ঘ মেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত সহায়ক পুঁজিবাজার উন্নয়নে করণীয় সুপারিশ সমূহের আলোকে প্রতি বছরের শুরুতে ভবিষ্যত কর্মপরিকল্পনা প্রস্তুত করবে।
এ বিষয়ে চট্রগ্রাম স্টক এক্সজেঞ্জে এর সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ বাংলানিউজকে বলেন, ‘পুঁজিবাজারকে স্বাভাবিক এবং বাজারকে দীর্ঘমেয়াদী স্থিতিশীল করার লক্ষ্যে এসইসি ১১ সদস্যের এ সমন্বয় কমিটি গঠন করে। এ কমিটি প্রতি দুই মাস পর পর বৈঠক করার কথা রয়েছে। কমিটির গঠন করার পর এখনও কোনো বৈঠক করা হয় নি। তবে ঈদেও পর কমিটির বৈঠক করা হবে বলে এসইসির পক্ষে থেকে জানানো হয়েছে।’