শেয়ারবাজার :::: আগের সপ্তাহের ধারাবাহিকতায় গত সপ্তাহেও পুঁজিবাজার ছিল চাঙ্গা। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক বেড়েছে ২২৭.১০ পয়েন্ট। এর আগের সপ্তাহে বেড়েছিল ৩৬৫.০৯ পয়েন্ট। অর্থাৎ গত দুই সপ্তাহে ডিএসইর সূচক বেড়েছে ৫৯২.১৯ পয়েন্ট। অপরদিকে গত সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ সূচক বেড়েছে ৩.৬১ শতাংশ বা ৩৮৬.৪৪ পয়েন্ট। একই সঙ্গে গত সপ্তাহজুড়ে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে ডিএসইতে মোট ২৬৪টি প্রতিষ্ঠানের লেনদেন হয়। এর মধ্যে বেড়েছে ১৪৯টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত ছিল চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
একই সঙ্গে ডিএসইর সাধারণ সূচক আগের সপ্তাহের চেয়ে ২২৭.১০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৯৮৯.৮১ পয়েন্টে। সার্বিক সূচক পৌঁছেছে ৪ হাজার ৯৭৮.৪১ পয়েন্টে যা আগের সপ্তাহের চেয়ে ১৭৯.২০ পয়েন্ট বেশি।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৫৪৭ কোটি ৪১ লাখ ৯৯ হাজার ৬১৯ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের সপ্তাহের চেয়ে ১ হাজার ৩৫ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৯৯৮ টাকা বেশি।
গত সপ্তাহে ডিএসইর দৈনিক গড় লেনদেনও বেড়েছে। গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছে ৭০৯ কোটি ৪৮ লাখ ৩৯ হাজার ৯২৪ টাকা। আগের সপ্তাহে যা ছিল ৫০২ কোটি ৪০ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা।
গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলোকে ঘিরেই ডিএসইর বেশিরভাগ লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ৩ হাজার ১৮১ কোটি ২৭ লাখ ৯ হাজার ৬১৯ টাকার ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের ৯২.৪০ শতাংশ।
সাপ্তাহিক টপ টেন গেইনার তালিকায় ব্যাংকিং খাতের প্রধান্য লক্ষ্য করা গেছে। তালিকায় ৭টিই ছিল এ খাতের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- পূবালী ব্যাংক, জিকিউ বল পেন, উত্তরা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, রেকিট বেনকিজার, সিটি ব্যাংক, এবি ব্যাংক, প্রাইম ব্যাংক ও আইএফআইসি ব্যাংক।
সাপ্তাহিক টপ টেন লুজার তালিকায় ছিল- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আনোয়ার গ্যালভানাইজিং, দুলামিয়া কটন, সমতা লেদার, সাভার রিফ্যাক্টরিজ, মুন্নু স্ট্যাফলার্স, মিরাকল ইন্ডাস্ট্রি, বিএসইসি, লিবরা ইনফিউশনস ও বিআইএফসি।
এছাড়া গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ প্রতিষ্ঠান ছিল- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউনাইটেড এয়্যারওয়েজ, বিএসআরএম স্টিলস, এমআই সিমেন্ট, আফতাব অটোমোবাইলস, এনবিএল, পিপলস লিজিং, বেক্সিমকো, লঙ্কাবাংলা ফিন্যান্স ও প্রাইম ব্যাংক।
গত সপ্তাহে জিকিউ বল পেন কোম্পানি ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) ঘোষণা করেছে। এর আগের বছর যা ছিল ৩৫ শতাংশ নগদ।
অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২১৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত ছিল চারটি প্রতিষ্ঠানের দাম।
পাশাপাশি গত সপ্তাহে সিএসইর সাধারণ সূচক ৩.৬১ শতাংশ বা ৩৮৬.৪৪ পয়েন্ট বেড়ে উন্নীত হয় ১০ হাজার ৬৭৯.৩০ পয়েন্টে। সার্বিক সূচক দাঁড়ায় ১৬ হাজার ৫৭৩.৫৯ পয়েন্টে, যা আগের সপ্তাহের চেয়ে ৩.৫ শতাংশ বেশি।
গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয় ৪৮৪ কোটি ৫০ লাখ ৫৫ হাজার ৭৮৬ টাকার শেয়ার ও ইউনিট। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৫৯ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৯৪৩ টাকা।
দাম বৃদ্ধিতে সিএসইর সাপ্তাহিক শীর্ষ দশ প্রতিষ্ঠান ছিল- পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইউসিবিএল, সিটি ব্যাংক, এবি ব্যাংক, প্রাইম ব্যাংক, গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইএফআইসি ব্যাংক ও জিকিউ বল পেন।
দাম কমার দিক দিয়ে সাপ্তাহিক শীর্ষ দশ প্রতিষ্ঠান ছিল- ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বিডি ল্যাম্পস, ইস্টার্ন হাউজিং, এমবি ফার্মা, অলটেক্স ইন্ডাস্ট্রি, সমরিতা হাসপাতাল, রিপাবলিক ইন্স্যুরেন্স, এফএএস ফিন্যান্স ও বিএসসি।
এছাড়া লেনদেনের ভিত্তিতে (টাকায়) সাপ্তাহিক শীর্ষ দশ প্রতিষ্ঠন ছিল- ইউসিবিএল, ইউনাইটেড এয়্যারওয়েজ, এমআই সিমেন্ট, আফতাব অটোমোবাইলস, আল-আরাফা ইসলামী ব্যাংক, পিপলস লিজিং, বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক, বেক্সটেক্স ও পূবালী ব্যাংক।
36-hr hartal from Sunday Two major opposition parties -- the BNP and the Bangladesh Jamaat-e-Islami -- called a countrywide 36-hours hartal from Sunday 6:00am to Monday 6:00pm protesting the government move to abolish the provision of caretaker government.
BNP acting Secretary General Mirza Fakhrul Islam Alamgir and Jamaat acting Secretary General ATM Azharul Islam announced the hartal programme from press conferences at their party offices at Naya Paltan and Moghbazar in the capital Friday morning.
The BNP is also protesting the 51 recommendations of the parliamentary special committee on constitution amendment that was placed in the House on Wednesday, amendment to the constitution bypassing the opposition, price hike of essential commodities, deterioration of law and order, government’s failure to control stock market and crises of power, gas and water.
Earlier, BNP observed five hartal programmes on June 27, November 14 and 30 last year, and February 7 and June 5 this year to realise it’s various demands.
On the other hand, the Jamaat-e-Islami called the programme protesting several issues including insertion of secularism and socialism as principles of state policy and release of their top leaders.
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে ডিএসইতে মোট ২৬৪টি প্রতিষ্ঠানের লেনদেন হয়। এর মধ্যে বেড়েছে ১৪৯টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত ছিল চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
একই সঙ্গে ডিএসইর সাধারণ সূচক আগের সপ্তাহের চেয়ে ২২৭.১০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৯৮৯.৮১ পয়েন্টে। সার্বিক সূচক পৌঁছেছে ৪ হাজার ৯৭৮.৪১ পয়েন্টে যা আগের সপ্তাহের চেয়ে ১৭৯.২০ পয়েন্ট বেশি।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৫৪৭ কোটি ৪১ লাখ ৯৯ হাজার ৬১৯ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের সপ্তাহের চেয়ে ১ হাজার ৩৫ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৯৯৮ টাকা বেশি।
গত সপ্তাহে ডিএসইর দৈনিক গড় লেনদেনও বেড়েছে। গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছে ৭০৯ কোটি ৪৮ লাখ ৩৯ হাজার ৯২৪ টাকা। আগের সপ্তাহে যা ছিল ৫০২ কোটি ৪০ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা।
গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলোকে ঘিরেই ডিএসইর বেশিরভাগ লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ৩ হাজার ১৮১ কোটি ২৭ লাখ ৯ হাজার ৬১৯ টাকার ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের ৯২.৪০ শতাংশ।
সাপ্তাহিক টপ টেন গেইনার তালিকায় ব্যাংকিং খাতের প্রধান্য লক্ষ্য করা গেছে। তালিকায় ৭টিই ছিল এ খাতের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- পূবালী ব্যাংক, জিকিউ বল পেন, উত্তরা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, রেকিট বেনকিজার, সিটি ব্যাংক, এবি ব্যাংক, প্রাইম ব্যাংক ও আইএফআইসি ব্যাংক।
সাপ্তাহিক টপ টেন লুজার তালিকায় ছিল- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আনোয়ার গ্যালভানাইজিং, দুলামিয়া কটন, সমতা লেদার, সাভার রিফ্যাক্টরিজ, মুন্নু স্ট্যাফলার্স, মিরাকল ইন্ডাস্ট্রি, বিএসইসি, লিবরা ইনফিউশনস ও বিআইএফসি।
এছাড়া গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ প্রতিষ্ঠান ছিল- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউনাইটেড এয়্যারওয়েজ, বিএসআরএম স্টিলস, এমআই সিমেন্ট, আফতাব অটোমোবাইলস, এনবিএল, পিপলস লিজিং, বেক্সিমকো, লঙ্কাবাংলা ফিন্যান্স ও প্রাইম ব্যাংক।
গত সপ্তাহে জিকিউ বল পেন কোম্পানি ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) ঘোষণা করেছে। এর আগের বছর যা ছিল ৩৫ শতাংশ নগদ।
অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২১৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত ছিল চারটি প্রতিষ্ঠানের দাম।
পাশাপাশি গত সপ্তাহে সিএসইর সাধারণ সূচক ৩.৬১ শতাংশ বা ৩৮৬.৪৪ পয়েন্ট বেড়ে উন্নীত হয় ১০ হাজার ৬৭৯.৩০ পয়েন্টে। সার্বিক সূচক দাঁড়ায় ১৬ হাজার ৫৭৩.৫৯ পয়েন্টে, যা আগের সপ্তাহের চেয়ে ৩.৫ শতাংশ বেশি।
গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয় ৪৮৪ কোটি ৫০ লাখ ৫৫ হাজার ৭৮৬ টাকার শেয়ার ও ইউনিট। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৫৯ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৯৪৩ টাকা।
দাম বৃদ্ধিতে সিএসইর সাপ্তাহিক শীর্ষ দশ প্রতিষ্ঠান ছিল- পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইউসিবিএল, সিটি ব্যাংক, এবি ব্যাংক, প্রাইম ব্যাংক, গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইএফআইসি ব্যাংক ও জিকিউ বল পেন।
দাম কমার দিক দিয়ে সাপ্তাহিক শীর্ষ দশ প্রতিষ্ঠান ছিল- ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বিডি ল্যাম্পস, ইস্টার্ন হাউজিং, এমবি ফার্মা, অলটেক্স ইন্ডাস্ট্রি, সমরিতা হাসপাতাল, রিপাবলিক ইন্স্যুরেন্স, এফএএস ফিন্যান্স ও বিএসসি।
এছাড়া লেনদেনের ভিত্তিতে (টাকায়) সাপ্তাহিক শীর্ষ দশ প্রতিষ্ঠন ছিল- ইউসিবিএল, ইউনাইটেড এয়্যারওয়েজ, এমআই সিমেন্ট, আফতাব অটোমোবাইলস, আল-আরাফা ইসলামী ব্যাংক, পিপলস লিজিং, বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক, বেক্সটেক্স ও পূবালী ব্যাংক।
36-hr hartal from Sunday Two major opposition parties -- the BNP and the Bangladesh Jamaat-e-Islami -- called a countrywide 36-hours hartal from Sunday 6:00am to Monday 6:00pm protesting the government move to abolish the provision of caretaker government.
BNP acting Secretary General Mirza Fakhrul Islam Alamgir and Jamaat acting Secretary General ATM Azharul Islam announced the hartal programme from press conferences at their party offices at Naya Paltan and Moghbazar in the capital Friday morning.
The BNP is also protesting the 51 recommendations of the parliamentary special committee on constitution amendment that was placed in the House on Wednesday, amendment to the constitution bypassing the opposition, price hike of essential commodities, deterioration of law and order, government’s failure to control stock market and crises of power, gas and water.
Earlier, BNP observed five hartal programmes on June 27, November 14 and 30 last year, and February 7 and June 5 this year to realise it’s various demands.
On the other hand, the Jamaat-e-Islami called the programme protesting several issues including insertion of secularism and socialism as principles of state policy and release of their top leaders.